Date : 2024-04-26

ভয়াবহ দূর্ঘটনার কবলে সেনা বাহিনীর গাড়ি

লাদাখের তুরতুক সেক্টরে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর বাস। ঘটনার জেরে নিহত হয়েছেন ৭ জওয়ান ও আহত ১৯। উদ্ধারকাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঘটনার জেরে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

সেনা মারফত জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে লাদাখের শিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস। ওই বাসে ছিলেন ২৬ জন সেনা জওয়ান। তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৭ জন। গুরুতর আহত অবস্থায় বাকিদের নিয়ে যাওয়া হয়েছে সেনার হাসপাতালে। যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের আরও উন্নত চিকিৎসার জন্য ওয়েস্টার্ন কমান্ডের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই কাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। ২০২০ সাল থেকেই পূর্ব লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। সংঘর্ষের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলিতে। সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে মুক্তিপায় পরমাণু শক্তিধর দুই দেশ। তবে আলোচনার মাধ্যমে গতবছরের ফেব্রুয়ারি মাসে প্যাংগং থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই শক্তিধর দেশ। এবার গোটা পূর্ব লাদাখ জুড়ে সেনা প্রত্যাহারের উদ্দেশে আলোচনা চলছে দুটি দেশের মধ্যেই। এই পরিস্থিতিতে লাদাখে অত্যন্ত সতর্ক রয়েছে ভারতীয় সেনা। নজরদারি চলছে জোরকদমে।