আবির্ভাবেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই বাকিদের আউটরাইড করল গুজরাট দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে জমকালো আইপিএলের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন গুজরাট। শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছিল হার্দিক পান্ডিয়ার দল। ফলে বড় রান করতে পারেনি রাজস্থান। জবাবে ঋদ্ধিমান সাহা বড় রান না পেলেও দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছাড়েন আরেক ওপেনার শুভমন গিল। ভারতীয় দলের পরর্তী অধিনায়ক খুজে পেতে সুবিধা হল বিসিসিআইয়ের। আইপিএল 2022-এ দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সের পাশাপাশি অধিনায়কত্বেও ছাপ রাখলেন হার্দিক পান্ডিয়া। আইপিএল শুরুর সময় কেউ হার্দিকের অধিনায়কত্ব নিয়ে খুব বেশি চর্চা না করলেও যতই সময় যায় নিজের ক্যাপ্টেন্সি ধার দেখাতে থাকেন হার্দিক। ব্যাটে বলে রান করা এবং উইকেট নেওয়ার পাশাপাশি অধিনায়কত্বেও প্রথমবারই দলকে চ্যাম্পিয়ন করলেন হার্দিক। যেভাবে দলকে নেতৃত্ব দিলেন এবং প্রতিনিয়ত উদ্বুদ্ধ করলেন তাতে বেজায় খুশি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররা। ওস্তাদের মার শেষ রাতে, সেটাই বুঝিয়ে দিলেন গুজরাট টাইটান্সের ক্রিকেটার লকি ফারগুসন। ফাইনাল ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আলজারি জোসেফের পরিবর্তন নিউজিল্যান্ডের পেস বোলার লকি ফারগুসনকে দলে নিয়েছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলে যোগ দিয়ে বেশ ভালো বোলিংয়ের পাশাপাশি আইপিএল 2022-এর দ্রুততম বলটি করলেন কিউয়ি পেসার। 157.3 কিলোমিটার প্রতি ঘন্টার গতিব্গে ফাইনালে বোলিং করলেন লকি ফারগুসন। জস বাটলারকে করা তার দ্রুত গতির বল দেখে অবাক হয়ে যান অনেকেই। এর আগে চলতি বছরে উমরান মালিকের 157 কিমি প্রতি ঘন্টার গতিবেগের বলটি দ্রুততম ছিল।
আইপিএলে নজর কাড়লেন হার্দিক-লকিরা, চিন্তা কমল বিসিসিআইয়ের
