Date : 2024-04-24

ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

রিমিতা রায়, নিউজ ডেস্ক ঃ ইউরোপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের আজই তৃতীয় দিন। সোমবার বার্লিন পৌঁছেছিলেন তিনি। বার্লিনের পর আজ ডেনমার্কে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলছেন ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে। জানা গিয়েছে, জার্মানি সফর শেষ করে মঙ্গলবার দুপুরে ডেনমার্কে পৌঁছেছেন তিনি। প্রথমে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এদিন কোপেনহেগেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ৷ তার সাথে বৈঠক করেন নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী , ডেনমার্কের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান। কোপেনহেগেন উড়ে যাওয়ার আগে জার্মানির প্রবাসী ভারতীয়দের সঙ্গে সময় কাটান তিনি। বর্তমানে তিন দেশীয় ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ সফরের প্রথম পর্যায়ে সোমবার বার্লিন পৌঁছন প্রধানমন্ত্রী ৷ বৈঠক করেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে ৷ জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক ইতিবাচক হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন নরেন্দ্র মোদী ।বৈঠকের পর মোদী আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ করেন। ২০২১ সালের ডিসেম্বরে  জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন স্কোলজ। তারপর এটাই ছিল প্রধানমন্ত্রী মোদীর প্রথম জার্মান সফর।