Date : 2024-04-23

মাঙ্কি পক্স মোকাবিলায় সতর্ক রাজস্থান-তামিলনাড়ু

রিমিতা রায়, নিউজ ডেস্ক : একে করোনায় রক্ষে নয়, আবার মাঙ্কি পক্স দোসর। বিশ্বে এখনও বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরই মধ্যেই বিশেষজ্ঞদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্কি পক্স। বিশ্বজুড়ে নয়া ত্রাসের নাম মাঙ্কিপক্স। কোভিড আতঙ্কের পর এবার এই নতুন ভাইরাসের তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব সর্বত্র। উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও । কীভাবে এই নয়া ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব তা নিয়ে নানা পরীক্ষা চালাচ্ছেন বিশেষজ্ঞরা। কী পদ্ধতিতে এই রোগের মোকাবিলা করা যায়, এই নিয়ে ইতিমধ্যেই এক জরুরি বৈঠক ডাকে হু। যেখানে উপস্থিত ছিলেন বহু বিশেষজ্ঞ। মাঙ্কি পক্স হানা দিয়েছে বিশ্বের একাধিক দেশে। করোনা মহামারীর মধ্যে নতুন রোগের হানা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাঙ্কি পক্স ভয়ঙ্কর সংক্রামক। তবে আশ্বাসবাণীও শোনাচ্ছেন তাঁরা। মাঙ্কি পক্সের মারণ ক্ষমতা অনেকটাই কম। তবে এই রোগ ছড়িয়ে পড়তে সময় নেয় না। ইতিমধ্যেই মাঙ্কি পক্স নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিমানবন্দরগুলিতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতই একাধিক রাজ্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই মাঙ্কি পক্সের সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপ থেকে আগত যাত্রীদের উপর নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্র মাঙ্কি পক্স নিয়ে রাজ্য গুলিকে সতর্ক করার পরেই একাধিক রাজ্য তত্পর হয়ে উঠেছে। রাজস্থান সরকার ইতিমধ্যেই বিমানবন্দরগুলিতে নজরদারি শুরু করেছে। যাত্রীদের শরীরে মাঙ্কি পক্সের লক্ষ্মণ দেখা দিলেই তাঁকে আইসোলেশনে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করেছে রাজস্থান সরকার। রাজ্যের সব বিমানবন্দরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা যে যাত্রীরা আসছেন তাঁদের উপর বেশি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজস্থান সরকার নয়, তামিলনাড়ু সরকারও নজরদারি শুরু করেছে।