Date : 2024-04-19

দেশে অ্যাকটিভ কেস স্বস্তি দিলেও চিন্তায় রাখছে দিল্লির পরিসংখ্যান

ঋক পুরকায়স্থ, নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন রাজ্যে করোনা মাথাচাড়া দিলেও স্বস্তির খবর দিল ইন্ডিয়ান কাইন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। আইসিএমআর এর বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমান করোনার পজিটিভ রেট দেখে উদ্বেগের কেন কারণ নেই। এর সঙ্গে করোনার চতুর্থ ঢেউ-এর আশঙ্কা প্রায় উড়িয়ে দিলেন তিনি। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিতের সংখ্যার পাশাপাশি স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেসের হার।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৩ হাজারেরও বেশি। এ মধ্যে বিশেষজ্ঞদের চিন্তায় রাখছে দিল্লির আক্রান্তের সংখ্যা। শুধু দিল্লিতেই একদিনে আক্রান্ত এক হাজারের বেশি। বর্তমানে দেশে স্বক্রীয় করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী। এর পাশাপাশি দেশে অ্যাকটিভ কেস ১৯ হাজার ১৩৭ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৮৮৯ জন। সংক্রমনের মাঝে দেশে এখনও পর্যন্ত সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা মুক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৪১ হাজার ৮৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১১ জন। দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত টীকা দেওয়া হয়েছে প্রায় ১৮৯ কোটি ৪১ লক্ষের ডোজ। এই সংখ্যার মধ্যে সোমবার ভ্যাক্সিন পেয়েছেন সাড়ে ১৬ হাজারের বেশি। বিশেষজ্ঞদের মতে করোনা প্রতিরোধের একটাই উপায় কড়া বিধিনিষেধ পালন করা।