Date : 2024-04-25

অগ্নিপথ প্রকল্প জের বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, যুক্ত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ও

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : অগ্নিপথ অগ্নিবীর নিয়ে কেন্দ্রের প্রকল্প নিয়ে তোলপাড় সারা দেশ। বিহারে চলছে বন্ধ। অগ্নিপথের জোরে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় ৩২ টি ট্রেন।
ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন বিশেষ করে যুব সমাজের কাছে তিনি বার্তা দিতে চেয়েছেন। অগ্নিবীর দের জন্য ১০% সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।এছাড়াও অগ্নিবীরদে র জন্য ৩,বছর বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দেওয়া হয়েছে। তা সত্বেও আন্দোলন থেমে থাকেনি। বিভিন্ন রাজ্যে চলছে চূড়ান্ত বিশৃঙ্খলা। ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অগ্নিপথ এবং অগ্নিবীর এর জেরে বাতিল হয়ে গিয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।

এক নজরে দেখে নেওয়া যাক অগ্নিপথের জের এবং উত্তর ভারতের প্রাকৃতিক বিপর্যয় এর জন্য কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা হলো……

আসানসোল-গয়া এক্সপ্রেস
আসানসোল-বারাণসী এক্সপ্রেস
কলকাতা-জম্মু তায়ী এক্সপ্রেস
হাওড়া-দেরদুন কুম্ভ এক্সপ্রেস
হাওড়া-পাটনা জন শতাব্দী এক্সপ্রেস।
বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস

মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস
ভাগলপুর-আনন্দ বিহারী গরিব রথ এক্সপ্রেস।

দক্ষিন পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন:-

১-হাওড়া-রাঁচি শতাব্দীএক্সপ্রেস।
২-হাতিয়া- পূর্ণিয়া কোর্ট হাতিয়া এক্সপ্রেস।
৩-টাটানগর -দানাপুর এক্সপ্রেস।
৪-হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস।
৫-রাঁচি-পাটনা জনশতাব্দি এক্সপ্রেস।
৬-পাটনা-হাতিয়া এক্সপ্রেস।

*পূর্ব রেল বেশ কিছু ট্রেন:-
১-শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস
২-জামালপুর-ভাগলপুর এক্সপ্রেস
৩-সাহেবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস

অতি ভারী বর্ষণের জেরে বাতিল হয়ে গেলেও উত্তর-পূর্ব ভারতের একাধিক দূরপাল্লার ট্রেন

১- নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।
২- নিউ দিল্লি এক্সপ্রেস।।
৩- ডিব্রগর লালগড় এক্সপ্রেস
৪-জোরহাট টাউন-গোউহাটি জনশতাব্দি এক্সপ্রেস।
৫-কাটিহার-বারাউনি এক্সপ্রেস
৬-জলপাইগুড়ি- রাজেন্দ্র নগর এক্সপ্রেস।
৭-কাটি হার -সমস্তিপুর এক্সপ্রেস
৮-পূর্ণিয়া-সাসাহার এক্সপ্রেস।
৯-রঙ্গিয়া-রঙ্গপারাএক্সপ্রেস
১০-ডিকারগাঁও এক্সপ্রেস
১১-কামাখ্যা-রানী কমলপিতা
এক্সপ্রেস যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

একের পর এক ট্রেনে অগ্নিসংযোগ জেরবার সাধারণ মানুষ দেশের শান্তি ফেরাতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আগামী সোমবার সম্ভাবনা প্রধান বিচারপতির বেঞ্চে