Date : 2024-04-22

অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন ববিতা সরকার

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক; রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি প্রার্থীরা আন্দোলন চলিয়ে যাচ্ছেন বহুদিন ধরে। মেধা তালিকায় নাম থাকা সত্বেও চাকরি পাননি অনেকেই। তাঁদের বদলে চাকরি পেয়েছেন ভুঁয়ো পরীক্ষার্থীরা। এসএসসির এই নিয়োগ দুর্নীতিতে রাঘব বোয়ালদের বিরুদ্ধে চাকরিপ্রার্থী ববিতা সরকারই এখন ওয়ান ম্যান আর্মি। যদিও এই দুর্নীতির বিরুদ্ধে লড়ে সাফল্য পেয়েছেন তিনি। তবুও মেধাতালিকা ভুক্ত বাকিদের চাকরির দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ববিতা।
এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশে শিক্ষক-অশিক্ষক পদে নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলন চলছে বহু দিন ধরে। মেধা তালিকায় নাম থাকা সত্বেও চাকরি পাননি অনেকেই। সেই নিয়েই আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির মেধাতালিকায় নাম না থেকেও চাকরি পান অঙ্কিতা অধিকারী। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের করেছিলেন চাকরি প্রার্থী ববিতা সরকার। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পরও শুক্রবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন মঞ্চে দেখাযায় ববিতা সরকারকে।

এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন ববিতা সরকার। এসএসসি রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতি বিভাগের মেধা তালিকায় নাম ছিল ববিতা সরকারের। তা সত্বেও চাকরির নিয়োগপত্র পাননি তিনি। অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নম্বর তার থেকেও কম হওয়া সত্বেও চাকরি পেয়েছেন তিনি। বারবার এই অভিযোগ শিক্ষা দফতরে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। শেষে হাইকোর্টের দারস্থ হন ববিতা। অবশেষে সবকিছু খতিয়ে দেখে মন্ত্রীর মেয়ের জায়গায় ববিতা সরকার ওই চাকরির যোগ্য বলে রায় দেয় আদালত।
মেধা তালিকা ভুক্ত বাকি দেরও চাকরি দিতে হবে বলে দাবি ববিতার। ন্যায়ের দাবিতে তাঁর লড়াই চলবে বলে জানান তিনি। দুর্নীতির মৌচাকে ঢিল মেরে তিনিই এখন ওয়ান ম্যান আর্মি। এসএসসি মেধা তালিকায় নাম থাকা যোগ্যদের চাকরি হবে কবে? লাগাতার আন্দোলন চালানোর পরেও আদৌ কী তারা ন্যায়ের বিচার পাবেন? প্রশ্ন সবার মনে। এই আন্দোলনে ববিতার সঙ্গী আইনজীবী ফিরদৌস শামিম। নানা প্রতিকূলতা সত্বেও রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে গিয়ে ববিতার সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই আইনজীবী।