Date : 2024-04-20

অপেক্ষার অবসান – অবশেষে বর্ষার আগমনের দিনক্ষণ জানাল আলিপুর আবহাওয়া দফতর

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ প্রতীক্ষার অবসান। আগামী সপ্তাহেই কলকাতায় বর্ষা, আশা জাগাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের ঘোষণা। গত কয়েকদিন তীব্র গরমে হাঁসফাঁস করেছেন সাধারণ মানুষ। মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে লাভ কিছুই হয়নি উলটে বেড়েছে গরম। সবাই চাতকের মত তাকিয়ে ছিল কবে নামবে স্বস্তির বৃষ্টি? অবশেষে সুখবর দিল হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্ষা প্রবেশ করতে পারে ১৪-১৬ তারিখের মধ্যে।
উড়িষ্যা ঝাড়খন্ড বিহার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় প্রবেশ করতে পারে বহু প্রতীক্ষিত বর্ষা।

এছাড়াও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে ১৪ এবং ১৫ তারিখ বিকালে। আলিপুর আশাবাদী যে ১৪ তারিখ থেকে কয়েকদিন টানা বৃষ্টি চলবে।

আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে না। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপর দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি কমতে পারে। বেলা গড়ালে আপাতত মহানগরে অস্বস্তিভাব বজায় থাকবে।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার পর কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। যার জেরে রাতের তাপমাত্রা কমে। 

অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই পা রেখেছে বর্ষা।শনিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃ্ষ্টি হতে পারে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় কোথায় কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।