Date : 2024-04-19

আর চিন্তা নয় ডেঙ্গি নিয়ে – আসছে ভ্যাকসিন, ট্রায়াল শুরু কলকাতায়

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক:-প্রতিবছরেই বর্ষা কাল আসা মানেই ডেঙ্গির চোখ রাঙানি। ডেঙ্গিতে মৃত্যুহারও নেহাতই কম নয়। আর এই চিত্রটাই বদলাতে চলেছে এইবার। এবার ডেঙ্গি রুখতে আসতে চলেছে ভ্যাকসিন।কলকাতায় খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ট্রায়াল।

জানা গিয়েছে লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়াল শেষ হয়েছে৷ এবার তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতার চারটি হাসপাতালে৷ এর মধ্যে রয়েছে দু’টি সরকারি এবং দু’টি বেসরকারি হাসপাতাল৷ এর মধ্যে আছে বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন।

জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালস এই ভ্যাকসিন তৈরি করছে। গত দুই দফা ট্রায়ালে মিলেছে আশাতীত সাফল্য। সেই কারণে এই তৃতীয় দফা নিয়েও আশাবাদী চিকিৎসকরা। এই
তৃতীয় দফায় মোট ৪৮০ জনের ওপর ট্রায়াল চলবে। তার মধ্যে কলকাতাতে দেওয়া হবে ৭০ জনকে। চিকিৎসকরা জানাচ্ছেন যে এই ভ্যাকসিন নিলে ৮৪ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে না।