Date : 2024-03-19

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।পূর্বাভাস সোমবার পর্যন্ত।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: রবিবারও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এবং দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ সহ আট জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি না হওয়াতে দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষার বৃষ্টি হচ্ছে না। এমনকি আগামী তিন-চারদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপের কোনো পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস নেই। তার ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কেন কিছু জেলাতে আগামী কিছুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারপর কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ারে৷ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। তবে উড় মেঘ বৃষ্টি হবে।