Date : 2024-04-18

গরমে ত্বককে সুস্থ রাখতে দই ও লেবুর গুণাবলী।

শাহিনা ইয়াসমিন,সাংবাদিক: নিজেকে সুন্দর করার জন্য মানুষ নানা রকম ব্যবস্থা নেয়। এই গরমে ত্বককে সুস্থ রাখতে দই উপকারি। শুধু দই নয়, দই এবং লেবু মুখের অনেক সমস্যা দূর করতে পারে। দইয়ের বৈশিষ্ট্যগুলি ত্বকের উন্নতি করতে এবং ব্রণ দূর করতে সাহায্য করে। লেবুতে উপস্থিত ভিটামিন সি এবং এর অন্যান্য গুণাবলী ত্বকের সমস্যা দূর করতে উপকারী বলে মনে করা হয়। দই এবং লেবু মুখের জন্য বড়ো উপকারী।

মুখের জন্যে ও ত্বকের জন্যে দই ও লেবুর উপকারিতা:-
শুষ্ক ত্বকের জন্য দই ও লেবু উপকারী। শুষ্ক ত্বকের উন্নতি এবং সমস্যা থেকে মুক্ত রাখতে দই ও লেবুর ব্যবহার খুবই উপকারী। দই ও লেবুতে উপস্থিত গুণাগুণ ব্রণের সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে।
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দই ও লেবুর ব্যবহার খুবই উপকারী। এটি সেবনে ত্বক আর্দ্রতা পায়। ত্বক নরম রাখতেও এর ব্যবহার উপকারী। তাই প্রতিদিন মুখে দই ও লেবু লাগাতে পারেন।

কীভাবে তৈরি করবেন দই ও লেবুর ফেসপ্যাক-
দই ও লেবুর ফেসপ্যাক তৈরি করতে প্রথমে ২ চামচ দই নিয়ে তাতে ১ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি ভালো করে মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
তবে কোনো কিছু মুখে বা ত্বকে লাগাতে গেলে ডাক্তারের সাথে পরামর্শ করা অবশ্যই দরকার।