Date : 2024-04-23

চিটফান্ডের অর্থ ফেরত দেওয়ার দাবিতে ৪ জুলাই রাস্তায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য,আব্দুল মান্নান সহ আমানতকারীরা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: সারা ভারতে কোটি কোটি প্রতারিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, ও আর্থিক মানসিক ভাবে সর্বস্ব নিঃশেষিত চিটফান্ডের আমানতকারীদের অর্থ ফেরত করতে হবে, অর্থ ফেরতের প্রক্রিয়াকে মসৃণ করতে হবে সহ বিভিন্ন দাবিতে ৪ ঠা জুলাই ধর্মতলার ওয়াই চ্যানেল জমায়েত ও প্রতিবাদ সভার আয়োজন করা হবে। তারই ঘোষণা করা হলো প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে। চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরাম এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি। চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সিবিআই কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছেনা বলে দিন অভিযোগ তুললেন সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।এদিন সমস্ত চিটফান্ড সংস্থাগুলি থেকে প্রতারিত ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন সংগঠন গঠন করেছিলেন সেই সংগঠনগুলোকে এক ছাতার তলায় এনে এদিন গঠিত হলো চিটফান্ড ইউনাইটেড ফোরাম।


আগামী ৪ জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিলেন বিকাশ বাবু। বিকাশ বাবুর মতে আগামী ৪ তারিখ যদি প্রতারিত হওয়া মানুষদের একাংশ কলকাতায় হাজির হয় তাহলে শাসক ও তদন্তকারী এজেন্সীর টনক নড়বে বলেই তিনি মনে করেন। অপরদিকে ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বিচারপতি অশোক গাঙ্গুলি জানান যে, রাজ্য ও কেন্দ্রীয় সরকার চায়না চিটফান্ডের টাকা উদ্ধার হয়ে প্রতারিতদের কাছে ফেরত দেওয়া হোক। শুধু তাই নয় ,কংগ্রেস নেতা আব্দুল মান্নান অভিযোগ তোলেন যে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল চিটফান্ডের টাকায় যারা লাভবান হয়েছে তাদের খুঁজে বের করতে