Date : 2024-03-29

জামিনের মেয়াদ ফুরালেই গ্রেফতার হবে ইমরান?

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : আরও বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান তথা ইমরান খান।জামিনের ফেয়াদ শেষ হলেই গ্রেপ্তার হবেন ইমরান খান। এমনটাই ঘোষণা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রি রাণা সানাউল্লা। “ইমরান খানের বিরুদ্ধে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহ, হিংসা ও বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলা-সহ নানা অভিযোগে দু’ডজন মামলা দায়ের হয়েছে। জামিনের মেয়াদ শেষ হলে ইসলামাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রীর বানি গালার বাসভবনের সামনে মোতায়েন রক্ষীরাই তাঁকে গ্রেপ্তার করবেন।” বলে মন্তব্য করেছেন রানা সালাউল্লা। প্রসঙ্গত গত ২৫ মে দেশে নির্বাচনের দাবিতে ‘আজাদি মার্চ’ শুরু করেন ইমরান খান।ইসলামাবাদের রাস্তায় জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রাক্তন ক্রিকেটারের সমর্থকরা।

আজাদি মার্চে গোলমাল বাধার পরেই ইমরান চলে যান পেশোয়ারে। ইমরান-সহ পিটিআই নেতাদের নামে একাধিক মামলা রুজু হয়েছিল ইসলামাবাদ থানায়। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।পেশোয়ারের আদালত থেকে ২৫ জুন পর্যন্ত আগাম জামিন পেয়েছেন ইমরান। ওই সময়সীমা ফুরনোর আগে ইসলামাবাদ দায়রা আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে।সূত্রের খবর, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও আনা হতে পারে ইমরানের বিরুদ্ধে। তাহলে কি এবার গ্রেফতার হতে পারেন ইমরান খান? তবে এখনো বিক্ষুব্ধ রয়েছেন ইমরান। মেয়াদ ফুরানোর আগে ইমরানকে হাজিরা দিতে বলা হয়েছে আদালতে। এবার হাজিরা কি দেবেন ইমরান খান। নেবেন রক্ষা কবচ। প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে।