Date : 2024-04-25

নেশনস লিগে অঘটন, হার ফ্রান্স-বেলজিয়ামের

মৈনাক মিত্র, সাংবাদিক; উয়েফা নেশনস লিগে একের পর এক অঘটন। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স হেরে গেল দুর্বল ডেনমার্কের কাছে। 2-1 গোলে ফ্রান্সকে হারাল ডেনমার্ক। বেঞ্জিমা, এমবাপ্পে, গ্রিয়েজম্যান সমন্বিত ফরাসি দল এবারেও যথেষ্ট শক্তিশালি। ডেনমার্কের বিপক্ষেও গোল করে প্রথমে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন স্ট্রাইকার করিম বেঞ্জিমা। নিজের দুরন্ত ফর্ম ডেনমার্কের বিপক্ষেও বজায় রাখেন ফরাসি গোলমেশিন। 51 মিনিটে বেঞ্জিমার গোলেই স্কোরলাইন 1-0 করে ফ্রান্স। তবে 17 মিনিট পরই খেলায় ফেরে ড্যানিশ ডিনামাইটরা। 68 মিনিটে গোল করেন ডেনমার্কের অ্যান্দ্রেস কর্নেলিয়াস। এরপর 20 মিনিট পর ফের গোল ডেনমার্কের। এবারও গোলদাতা সেই অ্যান্দ্রেস কর্নেলিয়াস। অন্তিম লগ্নে গোল খাওয়ার পর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি ফ্রান্স। ম্যাচ হেরেই মাঠ ছাড়েন গ্রিয়েজম্যান, ভারানে, কন্তেদের বিশ্বচ্যাম্পিয়ন দল। এই জয়ের সঙ্গে সঙ্গেই ফ্রান্সের অশ্বমেধের রথ থামিয়ে দিল ডেনমার্ক। বেলজিয়ামকে নেশনস লিগের ম্যাচে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। গোটা ম্যাচে বেলজিয়ামকে কার্যত দাড়াতেই দেয়নি ডাচরা। 40 মিনিটে প্রথম গোলের দেখা পায় নেদারল্যান্ড দল। লুইস ফন গালের দলকে এগিয়ে দেন স্টিভেন বার্গউইন। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকেই লেমন ব্রেকে যায় দুই দল। ফিরে এসে 15 মিনিটের স্পেলেই বেলজিয়ামের সমস্ত জারিজুরি শেষ করে দেয় ডাচ ফুটবল দল। 51 মিনিটে গোল করেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার মেমফিস ডিপায়। 61 মিনিটে ব্যবধান 3-0 করেন ডেঞ্জিল ডাম্পফ্রিস। 65 মিনিটে বেলজিয়ামের জালে আরও একবার বল জড়িয়ে দেন মেমফিস ডিপায়। তার গোলের পর কার্যত রক্ষণাত্মক খোলসে ঢুকে যায় বেলজিয়াম। ফলে আর গোল খায়নি তাঁরা। ম্যাচের শেষ লগ্নে মিচ বাতসুয়ি একটি গোল করে বেলজিয়ামের লজ্জা কমান। কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলোকেই দেখছেন নেদারল্যান্ডস কোচ লুইস ফন গাল।