Date : 2024-04-18

পরীক্ষা শেষ হওয়ার 79 দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলপ্রকাশ

মাম্পি রায়, নিউজ ডেস্ক ঃ পরীক্ষা শেষ হওয়ার 79 দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। পাশের হার 86 শতাংশের বেশি। 693 নম্বর পেয়ে প্রথম হয়েছেন দুজন। দ্বিতীয় ও তৃতীয় স্থানও অধিকার করেছেন দুজন করে পরীক্ষার্থী। মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন 114 জন।
প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার সকাল 9টায় সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল 10টায় ওয়েবসাইটে প্রকাশ করা হয় ফলাফল। করোনা আবহে গত দুবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি।
মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ
চলতি বছর 7 মার্চ পরীক্ষা শুরু হয়
16 মার্চ শেষ হয় পরীক্ষা
মোট পরীক্ষার্থীর সংখ্যা 10 লক্ষ 98 হাজার 775জন
এর মধ্যে ছাত্র 4 লক্ষ 88হাজার 907জন
ছাত্রী 6 লক্ষ 9 হাজার 868 জন
নজর রাখা যাক জেলাভিত্তিক পাশের ফলে

শীর্ষে পূর্ব মেদিনীপুর
পাশের নিরিখে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হার 97.63 শতাংশ
দ্বিতীয় স্থানে কালিম্পং। পাশের হার 94.71 শতাংশ
তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। পাশের হার 94.62 শতাংশ
চতুর্থ স্থানে কলকাতা। কলকাতায় পাশের হার 94.36 শতাংশ
পঞ্চম স্থানে ঝাড়গ্রাম। পাশের হার 92.07 শতাংশ

এক ঝলকে দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের তালিকা

যুগ্ম প্রথম স্থানাধিকারী

নাম প্রাপ্ত নম্বর জেলা স্কুল
অর্ণব গড়াই 693 বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল
রৌনক মণ্ডল 693 পূর্ব বর্ধমান বর্ধমান সিএমএস হাইস্কুল

যুগ্ম দ্বিতীয় স্থানাধিকারী

নাম প্রাপ্ত নম্বর জেলা স্কুল
কৌশিকী সরকার 692 মালদা আদর্শবাণী অ্য়াকাডেমি হাইস্কুল
রৌনক মণ্ডল 692 পশ্চিম মেদিনীপুর ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল

যুগ্ম তৃতীয় স্থানাধিকারী
নাম প্রাপ্ত নম্বর জেলা স্কুল
অনন্যা দাশগুপ্ত 691 আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস স্কুল
দেবশিখা প্রধান 691 পূর্ব মেদিনীপুর চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ

সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, জেলার ছেলেমেয়েরা অসামান্য ফল করেছে। শহরের ছাত্রছাত্রীরাও গর্বিত করেছে আমাদের। সকল অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের কুর্ণিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বা আশানুরূপ ফল করতে পারেনি, তাদেরকে হতাশ না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।