Date : 2024-04-23

পাকিস্তানে ২৯ শতাংশ বাড়ল পেট্রোপণ্যের দাম

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক : এবার আর্থিক সংকটের মুখে পাকিস্তান। পেট্রল ও ডিজেলে ব্যাপক মূল্যবৃদ্ধি করলো পাক সরকার। এক ধাক্কায় প্রায় ২৯ শতাংশ বাড়ল পেট্রপণ্যের দাম। লিটার পিছু বেড়েছে ২০ টাকা। ২০ দিনে এই নিয়ে তিনবার বাড়ল পেট্রলের দাম। বুধবার রাত থেকেই এই দাম কার্যকর করা হয়েছে। রাজস্ব আদায়ে ঘাটতি কমানোর জন্যই পাক প্রশাসনের এই পদক্ষেপ বলে জানাযায়। দাম বাড়ানো হয়েছে ডিজেলে। লিটার প্রতি ৬০ টাকা বাড়ানো হয়েছে । বর্তমানে লিটার প্রতি পেট্রলের দাম ২৩৩ টাকা। এবং ডিজেলের দাম আড়াইশো টাকা পেরিয়ে গিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, দেশের অর্থনীতি বাঁচাতে আর কোনও রাস্তা ছিল না। আইএমএফ-এর কাছে প্রচুর ঋণ নিয়েছে পাকিস্তান। পেট্রপণ্যের দাম না বাড়ালে ঋণ শোধ করা সম্ভব নয়। এর ফলে বিপাকে পড়বেন মধ্যবিত্তরা এ কোথাও মেনে নেন তিনি। চা খাওয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে পাক প্রশাসন। ১২ ঘণ্টার বেশি সময় ধরে লোডশেডিং, এমনকি বিদ্যুতের ব্যাবহার কমাতে অফিসে ছুটি বাড়াতে চাইছে পাক প্রশাসন। বিয়ের অনুষ্ঠান সহ একধিক বিষয়ে নানান নিষেধাজ্ঞা জারি করেছে পাক প্রশাসন। সব মিলিয়ে প্রবল অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়েই দিন কাটছে পাকিস্তানবাসীদের।