Date : 2024-04-23

বুধবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির বৈঠক, নাড্ডার কাছে মেইল মারফত সময় চাইলেন বিক্ষুব্ধ নেতা

সুচারু মিত্র, সাংবাদিক : দুদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য বিজেপির সংগঠনের হাল ফেরাতে এবার কার্যনির্বাহী বৈঠকে যোগ দেবেন নাড্ডা। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। তার ওপর গোদের ওপর বিষফোঁড়া বিভিন্ন নেতা, সাংসদ, বিধায়কদের দলত্যাগ, এরই মাঝে বুধবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির বৈঠক। নাড্ডার বঙ্গ সফর শুরুর আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতিকে মেইল করে সময় চাইলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা শামসুর রহমান। রাজ্য বিজেপির মাইনোরিটি মোর্চার প্রাক্তন সহ-সভাপতি ইমেলে নাড্ডাকে লিখেছেন বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা কেন খারাপ, বঙ্গ সফরে এসে সভাপতি আলাদা করে সময় দিলে আরও বিস্তারিত জানাতে চান শামসুর রহমান।

বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপির সংগঠনের এই অবস্থা হওয়ার পেছনে কয়েকজন নেতা দায়ী বলে উল্লেখ করেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে এর আগে একাধিকবার অভিযোগ করেছে বিজেপির একটা বড় অংশ, তবু সরানো হয়নি তাকে। এইরকম একটা পরিস্থিতির মাঝে বুধবার 2024 এর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির রণকৌশল তৈরি হবে ন্যাশনাল লাইব্রেরির বৈঠকে।