Date : 2024-04-26

বোলিং নিয়ে চিন্তা ভারতের, অধিনায়কের দায়িত্বে কে?

আয়ারল্যান়্ডের বিপক্ষে সিরিজ জয়ের পরও নিশ্চিন্তে থাকতে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। যেভাবে আয়ারল্যান্ডের ব্যাটাররা ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে দিয়েছিল, তাতে বেজায় চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চলতি বছরে রয়েছে টি20 বিশ্বকাপ, তার আগে বোলারদের যদি এই হাল হয়, তাহলে বিশ্বকাপ জয় কার্যত দিবা স্বপ্ন হয়ে যাবে। সেকথা মাথায় রেখেই ফের বোলিং নিয়েই মাথা ঘামানো শুরু করে দিচ্ছেন ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দিলেন ভারতীয় ক্রিকেটার দীপক হুডা। প্রথম ম্যাচে 29 বলে 47 রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে টি20 ফরম্যাটে নিজের প্রথম শতরানও পেয়ে গেলেন দীপক। একই সঙ্গে নিজের প্রথম ম্যাচের পারফরমেন্সও ছাপিয়ে গেলেন নবাগত এই তরুণ ক্রিকেটার। ফার্স্ট ডাউনে নেমে 57 বলে 104 রানের দুরন্ত ইনিংস খেললেন দীপক।

ইনিংসে ছিল 9টি বাউন়্ডারি এবং 6টি ওভারবাউন্ডারি। টি20 বিশ্বকাপে তিনিও যে দলে ঢোকার অন্যতম যোগ্য দাবিদার, সেটাও বুঝিয়ে দিলেন বরোদার দীপক হুডা। এজবাস্টন টেস্টে ভারতের অধিনায়ক কে হবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। শুক্রবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড একমাত্র টেস্ট ম্যাচ। কিন্তু সেই ম্যাচে অনিশ্চিত অধিনায়ক রোহিত শর্মা। নেই লোকেশ রাহুলও। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব কে দেবেন গুরুত্বপূর্ণ ম্যাচে, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বোর্ডের একাংশ যেমন জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের নাম আলোচনা করছে তখনই ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি বলছেন, বিরাট কোহলিকেই অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। গতবছর এই সিরিজে বিরাট কোহলিই অধিনায়কত্ব করেছিলেন। উল্লেখ্য এই সিরিজে বিরাট কোহলি ইংল্যান্ডে টেস্ট সিরিজে এগিয়ে থাকার নজির গড়েছিলেন। সেই এগিয়ে থাকার ফল বজায় রাখতে পারলে ইংল্যান্ডে ইতিহাস গড়তে চলেছে ভারতীয় দল। তাই নেটিজেনদের একাংশও চাইছে, রোহিতের অনুপস্থিতিতে দলকে নিয়ে পরীক্ষা নীরীক্ষা না করে বিরাটেই অধিনায়কত্বের আস্থা রাখতে।