Date : 2024-03-28

ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউল ভাষার স্বীকৃতী

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক:-1950 সালে সংবিধান গ্রহণের সময় সিদ্ধান্ত হয়েছিল 15 বছরের মধ্যে ধীরে ধীরে ইংরেজির বদলে হিন্দিকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে আইন প্রণয়ন করে ইংরেজির ব্যবহার বহাল রাখা হয়। পরবর্তী পরিকল্পনা অনুযায়ী হিন্দিকে এককভাবে সরকারি ভাষা করতে গেলে বিভিন্ন রাজ্য থেকে বাধা আসতে থাকে। অন্যান্য সরকারি ভাষাকে সঙ্গে নিয়ে হিন্দি আজও সরকারি ক্ষেত্রে কার্যকর হয়ে চলে আসছে। কিন্তু ভারতীয় সংবিধানে হিন্দিকে জাতীয় বা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
সরকারি ভাষা
আমাদের দেশে 22 টি সরকারি ভাষা রয়েছে।
একজন সাধারণ নাগরিক তাঁর সাংবিধানিক নিয়মানুসারে যে কোনও ভাষায় কথা বলতে পারেন। যেগুলি ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলের আওতায় পড়ে।


ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউল কী?
ভারতীয় সংবিধানের এই অষ্টম শিডিউল সরকারি ভাষাগুলির সঙ্গে সম্পর্কিত। ভারতীয় সংবিধানে মোট 22 টি ভাষার উল্লেখ রয়েছে। আইএএস পরীক্ষার্থীদের জন্য এবং ইউপিএসসি সিলেবাসে এটি খুবই গুরুত্বপূর্ণ।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
এই অষ্টম শিডিউল ভারতীয় সংবিধানের 344(1) এবং 351 অনুচ্ছেদের অংশ।
ভারতে কয়টি সরকারি ভাষা রয়েছে?
আমাদের দেশে মোট 121 টি ভাষা এবং 270 টি মাতৃভাষা রয়েছে। প্রাথমিক ভাবে আগে 14টি সরকারি ভাষা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত ছিল। এখন ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলে 22 টি সরকারি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে। যেগুলি হল…
ভাষা যে রাজ্যে ব্যবহার স্বীকৃতির সাল
অসমিয়া অসম 1950
বাংলা পশ্চিমবঙ্গ 1950
গুজরাতি গুজরাত 1950
হিন্দি উত্তর ভারত 1950
কাশ্মীরি জম্মু ও কাশ্মীর 1950
কন্নড় কর্নাটক 1950
মলয়ালম কেরল 1950
মরাটি মহারাষ্ট্র 1950
উড়িয়া ওড়িশা 1950
পঞ্জাবী পঞ্জাব 1950
সংস্কৃত শিমোগা জেলা (কর্নাটক) 1950
তামিল তামিলনাড়ু 1950
তেলুগু অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা 1950
উর্দু জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ 1950
সিন্ধি রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ 1967
কোঙ্কনি গোয়া 1992
মণিপুরী মণিপুর 1992
নেপালি সিকিম, আসাম, অরুণাচলপ্রদেশ 1992
বড়ো অসম, মেঘালয় 2004
ডোগরি জম্মু,হিমাচল প্রদেশ 2004
মৈথিলি বিহার, ঝাড়খণ্ড 2004
সাঁওতালি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা 2004
ইংরেজি ভাষাকে কেন ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়নি?
ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলে যে যে ভাষার উল্লেখ রয়েছে তার মধ্যে ইংরেজি ভাষার কোথাও কোনও উল্লেখ নেই। আগে ভারতীয় সংবিধানে 14 টি ভাষার উল্লেখ ছিল। পরে সংবিধান সংশোধনীর মাধ্যমে অনেক ভাষাকে যুক্ত করা হয়। তবে সেখানে ইংরেজি ভাষার কোনও উল্লেখ নেই।