Date : 2024-04-19

মঙ্গলবার ভারতের দ্বিতীয় টি20 ম্যাচ, ইংল্যান্ডে ডাক পেলেন মায়াঙ্ক

বৃষ্টিবিঘ্নিত প্রথম টি20 ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় দল। বৃষ্টির কারণে ম্যাচ হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হলেও শেষমেষ 12 ওভারের ম্যাচ হয়। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 108 রান করে আয়ারল্যান্ড। দুরন্ত বোলিং করেন যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমার। জবাবে ব্যাট করতে নেম 9.2 ওভারেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। ওপেনিং করতে নেমে 29 বলে 47 রান করেন দীপক হুডা। 11 বলে 26 রান করেন ইষাণ কিষাণ। শেষদিকে হার্দিকের ব্যাটে আসে 12 বলে 14 রানের ক্যামিও। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি20 ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

প্রথম ম্যাচে উমরান মালিককে 1 ওভার বোলিং দিয়েছিলেন ভারতের স্টপ গ্যাপ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় টি20 ম্যাচে আদৌ উমরান সুযোগ পাবেন কিনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন। দ্বিতীয় টি20তে অভিষেক ঘটতে পারে আইপিএলে দুরন্ত খেলা রাহুল ত্রিপাঠির। চলতি বছর টি20 বিশ্বকাপ থাকায় এই সিরিজগুলোই ভারতীয় দলের কাছে পরীক্ষা নিরিক্ষার। তাই বেশ কিছু নতুন মুখদেরও দ্বিতীয় ম্যাচে সুযোগ দিতে পারেন হার্দিক-লক্ষ্মণরা। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য মায়াঙ্ক আগরওয়ালকে দলে ডাকল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার করোনা আক্রান্ত হওয়ার জেরে ওপেনিং স্লট নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। লোকেশ রাহুলেরও গ্রোইন ইনজুরি রয়েছে। ফলে শুভমন গিল ছাড়া আর ফিট কোনও ওপেনার নেই। এই পরিস্থিতিতে মায়াঙ্ককে ডাকা হল। যদিও দলে কোনও ব্যাক আপ ওপেনার না রাখার জন্য নির্বাচকদের একহাত নিয়েছেন বিরেন্দ্র সেহবাগ। তার মতে, নির্বাচকদের উচিত ছিলেন বিদেশের মাঠে খেলা হওয়ায় করোনার কথা মাথায় রেখে দল গড়া।