Date : 2024-03-29

মহারাজের গুগলি, ধোঁয়াশায় ভক্তরা

মৈনাক মিত্র, নিউজ ডেস্ক : বিসিসিআই সভাপতি পদ ছাড়ছেন? দাদা কি রাজনীতিতে পা রাখছেন? এই জোড়া প্রশ্নে দেশজুড়ে চর্চায় মহারাজ। না, এবার কোনও নৈশভোজ বা রাজনীতির কুশিলবদের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে এই জোড়া প্রশ্ন ওঠেনি। এবার চর্চা বা জল্পনার উত্স স্বয়ং মহারাজের ফেসবুক পোস্ট। 30 বছর ধরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এবার মানুষের উপকার হবে এমন কিছু শুরু করতে চাই। বুধবার সৌরভের এই ঘোষণার পরেই দাবানলের মতো ছড়িয়েছে জল্পনা।  বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার জল্পনা? 30 বছর ধরে ক্রিকেট খেলছি, সকলের ভালোবাসায় আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। মানুষের উপকার হবে এবার এমন কিছু শুরু করতে চাই। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মহারাজের। প্রিন্স অফ ক্যালকাটার এই পোস্টের পর বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়। শুধু পদত্যাগ নয়। একইসঙ্গে উস্কে দিয়েছে শুরু হয়েছে সৌরভের রাজনীতিতে পা রাখা নিয়ে জল্পনাও।

সম্প্রতি বঙ্গ সফরে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেহালায় মহারাজের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পা রাখার পরেই জল্পনা ছড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাতে পারে ভারতীয় জনতা পার্টি। যদিও এই বিষয় বিজেপি বা সৌরভ গঙ্গোপাধ্যায় তখন কোনও মন্তব্য করেননি। বরং সৌজন্য সাক্ষাত্ বলেই এড়িয়ে গেছেন দুই পক্ষই। এখন সৌরভের  মানুষের জন্য কিছু করতে চাই, এই মন্তব্যে শুরু হয়েছে তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা। উল্লেখ্য 2021 বিধানসভা নির্বাচনের আগেও জল্পনা ছ়ডিয়েছিল রাজনীতিতে আসতে চলেছেন তিনি। শুধু রাজনীতিতে যোগই নয়, তখন সৌরভের বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে চর্চা শুরু হয়।  যদিও সেইসময় তাঁর শারীরিক অসুস্থতা সেই চর্চায় জল ঢেলে দেয়। তবে বুধবারের সোশ্যাল মিডিয়ায় মহারাজের ঘোষণার পরেই দেশজুড়ে জোর চর্চায় তিনি। শুধু ক্রিকেট প্রেমী নয় সব মানুষেরই নজর সৌরভের ঘোষণায়৤ যদিও সৌরভের পদত্যাগ পত্র পায়নি বলে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। চলতি বছরেই বিসিসিআইতে বাংলার মহারাজের মেয়াদ শেষ হচ্ছে। এদিকে রাজ্যসভাতেও সম্প্রতি শূন্য আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিক অতিক্রান্ত। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় যেতে হলে রাষ্ট্রপতির মনোনিত প্রার্থী হতে হবে। কেন্দ্রীয় সরকারের পরামর্শে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ পদে আনা হয় কিনা, এখন জল্পনাপ বল সেদিকেই গড়াচ্ছে। যদিও দেশজুড়ে সৌরভকে নিয়ে জল্পনা শুরু হতেই, মোড় ঘোরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন ক্রিকেটকে সঙ্গে রেখেই নতুন উদ্যোগ নিচ্ছেন তিনি। দেশব্যাপী এডুকেশনাল অ্যাপ লঞ্চ করতে চলেছেন তিনি।