Date : 2024-04-19

শিকাগোতে বন্দুকবাজের হামলা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : মার্কিন নাগরিকদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে।বন্দুকবাজদের হানায় বিপর্যস্ত আমেরিকা। ফের হামলা হল আমেরিকার শিকাগোতে।শহরের নানা প্রান্তে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হানায় প্রাণ হারালেন পাঁচ মার্কিন নাগরিক। আহত হয়েছেন আরও ১৬ জন। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও কাউকে আটক করা হয়নি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় চলাফেরা করার সময়ে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন।২৫ বছর বয়সি এক যুবকের দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ওই দিন রাতেই ফের মৃত্যু হয় ২৬ বছর বয়সি এক যুবকের। তিনি গাড়িতে যাচ্ছিলেন। সেই সময়ে আচমকা পাশের একটি গাড়ি থেকে তাঁর দিকে গুলি চালানো হয়।

বুকে গুলি লেগে মৃত্যু হয় তাঁর।এরপর আচমকাই বাড়ে বন্দুকবাজের হানা।ভিড়ের মধ্যে ৩৭ বছরের এক মহিলাকে গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। মাথায় ও বুকে গুলি লাগে ওই মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। গাড়ির মধ্যে ৩৪ বছর বয়সি এক যুবককেও গুলি করা হয়। হাসপাতালে তাঁকেও মৃত বলে ঘোষণা করা হয়। শনিবারের শেষ বন্দুকবাজের হানার ঘটনাটি ঘটে একটি গলির মধ্যে। চারজন ব্যক্তি রাস্তায় হাঁটছিলেন। সেই সময়েই একটি চলন্ত গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সকলেই গুলিবিদ্ধ হন। হাসপাতালে গিয়ে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। পরপর এভাবে হামলার ঘটনায় সরব মার্কিন নাগরিকেরা। আমেরিকার বিভিন্ন প্রান্তে মিছিল করেন। বন্দুক কেনার আইন বদলের দাবিতে মিছিল করেন তাঁরা। মার্কিন সংসদের তরফে জানানো হয় বন্দুক কেনার আইন বদল করতে নতুন নির্দেশিকা জারি করা হবে। তবে ইতিমধ্যেই ২১ বছরের কম বয়সিদের বন্দুক কেনার বিষয় কড়াকাড়ি করা হয়েছে। পরপর বন্দুকবাজের হামলার ঘটনায় এই পদক্ষেপ অত্যন্ত নগন্য বলেই মনে করছে মার্কিন নাগরিকরা।