Date : 2024-04-19

স্পেনের সঙ্গে নেশনস লিগে ড্র পর্তুগালের

মৈনাক মিত্র, সাংবাদিক : উয়েফা নেশনস লিগের ম্যাচে স্পেনের সঙ্গে 1-1 গোলে ড্র করল পর্তুগাল। বল পজিশনের দিক থেকে স্পেনের দাপট বেশি থাকলেও পর্তুগাল অন্তত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল। এই ম্যাচে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম থেকে মাঠে রাখেননি পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্তোষ। ফলে আক্রমনেও দুর্বল ছিল পর্তুগিজরা। সুযোগ কাজে লাগায় স্পেন। ম্যাচের 25 মিনিটেই এগিয়ে যায় স্পেন। আলভারো মোরাতার গোলে 1-0 ব্যবধান নিয়ে ফেলে স্পেন দল। প্রথমার্ধের শেষেও গোল পরিশোধ করতে পারেনি পর্তুগাল। ম্যাচে প্রাধান্য রেখেই খেলে স্পেন। যদিও দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামতেই বদলাতে থাকে চিত্রটা। পাল্টা আক্রমন শুরু করে পর্তুগিজরা। খেই হারিয়ে ফেলা পর্তুগালের অ্যাটাকিং থার্ডও অনেক সুযোগ তৈরি করতে থাকে। অধিকাংশ শটই পর্তুগাল নেয় দ্বিতীয়ার্ধে। ফল স্বরুপ 82 মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ফার্নান্দো স্যান্তোষের দল। রিকার্ডো হোর্তা গোল করে পর্তুগালকে সমতায় ফেরান। এরপর আর দুই দলের পক্ষে গোল করা সমভব হয়নি। ফলে 1-1 গোলেই ম্যাচ অমিমাংসিত থেকে যায়। শুরুতে রোনাল্ডোকে না রাখা নিয়ে ফার্নান্দো স্যান্তোষকে নিয়ে সমালোচনা শুরু হলেও ঠিক সময় সিআরসেভেনকে মাঠে নামিয়ে ড্যামেজ কন্ট্রোলও করেন পর্তুগিজ কোচ। কাতার বিশ্বকাপের মহড়ায় হিসেবে নেশনস লিগের ম্যাচগুলোকেই দেখছে স্পেন, পর্তুগালের মতো ইউরোপিয়ান দলগুলি। প্রথমার্ধে স্পেনের বিপক্ষে রোনাল্ডোকে না খেলিয়ে নিজের দলের শক্তি এবং ভবিষ্যত্ দুই আন্দাজ করে নিলেন কোচ ফার্নান্দো স্যান্তোস। যদি কাতার বিশ্বকাপই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হয় সেক্ষেত্রে দলের পরিস্থিতি কী থাকবে তাই হয়ত অনুমান করে নিলেন স্যান্তোস। কারণ চলতি বছরেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে পর্তুগিজদের। শেষ মেষ প্লে অফ ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট হাতে পায় পর্তুগাল।