Date : 2024-04-18

হেমন্তের সুরে মাতল মুম্বই নগরী। ১০২ তম জন্মবার্ষিকীর প্রাক্কালে বিশেষ অনুষ্ঠান।

রাকেশ নস্কর, সাংবাদিক : সঙ্গীতের স্বর্ণযুগের গুরুত্বপূর্ণ অধ্যায় হলেন হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর ১০২ তম জন্মবার্ষিকীর আগে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানানো মুম্মইয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের সেরা গানের ডালি নিয়ে মাতল মুম্বই । বলি দুনিয়ায় হেমন্ত কুমার হিসেবে পরিচিত তৈরি করে নিয়েছিলেন তাঁর গানের অতিভা দিয়ে। অতিমারের পরিস্থিতিতে তাঁর জন্মশতবর্ষ পালন হয়নি। তবে এবার ১৬ জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনের আগেই হেমন্তের সুরে মাতল মুম্বই শহর।

এই অনুষ্ঠান মুম্বইয়ের ভাসিতে আয়োজন করে ম্যাজেস্টি মিউজিক্যাল ইভেন্ট। বিশিষ্ট অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। একসময় বিশ্বজিত -হেমন্ত যুগলবন্দি সেলুলয়েডের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিল। প্রিয় শিল্পী হেমন্ত মুখথোপাধ্যায়কে মেজদা বলে সম্বোধন করতেন বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। বিশ সাল বাদ ছবির গানে বিশ্বজিত- হেমন্ত জুটি আজও অমলিন। সেই মজদার গান দিয়েই স্মৃতিচারণ করলেন অভিনেতা । অনুষ্ঠানে বিশ্বজিত চট্টোপাধ্যায়ের ধিতাং ধিতাং গানের তালে গলা মেলালেন হল ভর্তি দর্শক।  এদিন হেমন্ত মুখোপাধ্যায়ের চিরসবুজ গান গেয়ে দর্শকদের মনোরঞ্জন করলেন বাংলার শিল্পীরা। গান গেয়েছে শোনালেন সাগ্নিক সেন, অজিত্ মজুমদার, প্রিয়াঙ্কা মিত্র,  লোপিতা মিশ্র, ঋত্বিক মিশ্র প্রমুখ।  তুহিনকুমার ঘোষের পরিকল্পনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । মুম্বই মাতল হেমন্তের সুরে।