Date : 2024-03-29

শনিবার ভারতের মুখোমুখি আফগানিস্তান


শনিবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে ভারতীয় ফুটবল দলের মুখোমুখি আফগানিস্তান। সল্টলেক

স্টেডিয়ামে প্রায় 50 হাজার দর্শকের সামনে আফগানিস্তান বধের লক্ষ্যে মাঠে নামবে ব্লু টাইগার্সরা। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে

হারানোর পর আত্মবিশ্বাসের দিক থেকে বেশ ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতেরও নিচে রয়েছে

আফগানরা। তাই তাঁদের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভা঵ছে না সুনীল-লিস্টনরা। প্রথম ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলে

জিতেছিল ভারত। তবে আফগানিস্তানের বিপক্ষে শুধু সুনীলের ওপর ভরসা করছেন না স্টিম্যাচ। বরং দলগত সংহতীতেই জয়ের

খোঁজে ভারতের ক্রোয়েশিয়ান কোচ। লিস্টন, মনবিরদের উইং সচল রাখতে বলছেন কোচ। ভিডিও ক্লাস হয়েছে ব্র্যান্ডনদের।

সেখানে আফগানিস্তানের বিপক্ষে কোনও ফর্মেশন কোন পজিশন থেকে আক্রমন করা হবে তা শিখিয়ে দেওয়া হচ্ছে। অতীত

পরিসংখ্যানের নিরিখে 10টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে 6টি ম্যাচে। 3টি ম্যাচ ড্র হয়েছে, একটি ম্যাচ জিতেছে আফগানরা।

নিল জার্সিতে আফগানের বিপক্ষে তিনটি গোল রয়েছে সুনীলের।

হংকংয়ের বিপক্ষে হারের পর আফগানিস্তানের কাছে শনিবার ম্যাচ মাস্ট উইন। যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখতে জিততেই হবে তাঁদের। ভারতের বিপক্ষে কাউন্টার অ্যাটাক নির্ভর নয়, বরং আক্রমনাত্মক ছকেই দল সাজাতে চলেছেন আফগানিস্তানের কোচ আলুস দাস্তগির। একটা কার্ড রয়েছে সুনীলের। তাই আফগানদের বিপক্ষে সুনীলকে সতর্ক থাকতে বলছেন ভারতের কোচ। ডিফেন্সে সন্দেশ ঝিংগানের সঙ্গী হতে চলেছেন আনোয়ার আলি। প্রথম ম্যাচে হংকং জিতে যাওয়ায়, আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনও কিছুই ভাবছে না স্টিম্যাচ। কোনও কারণে পয়েন্ট নষ্ট হলে শেষ ম্যাচ ভারতের মাস্ট উইন হয়ে যাবে, সেকথা মাথায় রেখেই আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের এক ধাপ কাছে এগোতে মরিয়া লিস্টন-মনবিররা। এখন দেখার শনিবাসরিয় সন্ধ্যায় পঞ্চাশ হাজারি যুবভারতীতে শেষ হাসি হাসতে পারে কিনা টিম ইন্ডিয়া।