Date : 2024-03-29

SSC র চেয়ারম্যানের বিরুদ্ধে সজনপোষনের অভিযোগ।পদের অপব্যবহার করে নিজের বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন,তৈরি থাকুন!ssc আইনজীবীর উদ্দেশ্য এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:-কেন SSC বিরুদ্ধে স্বতপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু হবে না, তা জানতে ssc আইনজীবী কে তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আদালতের নির্দেশে অমান্য!বিকেল ৩টের SSC র আইনজীবী কে তলবকরেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সেই মতো SSC পক্ষের আইনজীবী সুতনু পাত্র এজলাসে উপস্থিত হন।

গত ১২ই মে ২০২২ সালে হাইকোর্ট বনির্দেশ দিয়েছিল আগামী ২০ মে ২০২২এর মধ্যে ২০১৬ সালের নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের মেধা তালিকা এবং চাকুরী প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন।

আদালতের নির্দেশের একমাস অতিক্রম হয়ে যাওয়ার পর প্রকাশ হয়নি মেধা তালিকা এবং প্রাপ্ত নম্বর সহ তালিকা।আইনজীবী সুদীপ্ত দাস গুপ্ত আদালতের দৃষ্টি আকর্ষণের পর জরুরি তলব SSC র পক্ষের আইনজীবীকে।

আগামী বুধবার মামলার পরবর্তী শুনানিতে SSC চেয়ারম্যান কে জানাতে হবে আদালতের নির্দেশ কবে কিভাবে তাঁরা প্রকাশ করবেন।