Date : 2024-04-18

এবছর দুর্গাপুজো তে দর্শনার্থীদের যাত্রা শুভ হওয়ার কামনাতেই এবার বালিগঞ্জ ২১ পল্লীর খুঁটি পুজোর থিম শুভ যাত্রা

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: রথের রশিতে টান পরার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। তাই কলকাতা সহ বিভিন্ন জেলার এইসময় খুঁটি পুজো দিয়ে মা দুর্গার আহ্বান শুরু হয়ে গিয়েছে। এবারে বালিগঞ্জ ২১ পল্লীর খুঁটি পুজোর থিম শুভ যাত্রা।


রবিবার কলকাতার নামকরা বালিগঞ্জ ২১ পল্লীর পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী পল্লবী চ্যাটার্জি এবং সিটি কেবলের কর্নধার সুরেশ শেঠিয়া সহ বিশিষ্টজনেরা। প্রয়াত মন্ত্রী এবং বালিগঞ্জ ২১ পল্লী ক্লাবের চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে খুঁটি পুজোর সূচনা করেন। বালিগঞ্জ ২১ পল্লী পুজোর এবারে ৭৬ তম বছর। এবারে তাদের থিম শুভ যাত্রা। প্রায় দুবছর সেভাবে দুর্গাপুজো উপভোগ করতে পারেনি আপামর বাঙালি। তাই এবারে যাতে দুর্গাপুজোর যাত্রা শুভ হয় তাই এবারে তাদের থিম শুভযাত্রা বলে জানান সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়া। করোনা সংক্রমণ বাড়ছে। করোনা বিধি নিষেধ মেনে নিয়মনিষ্ঠা সহকারে দুর্গাপুজো হবে বলে জানান ক্লাবের সদস্যরা। প্রতিবছরই চমক রাখে বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব। থিম ঘোষণা করে দিলেও এবছরও চমক রয়েছে দর্শনার্থীদের জন্য বলে জানান ক্লাব কর্তারা। তার জন্য শুধু অপেক্ষা।