Date : 2024-03-29

এসএসকেএমের কর্মী পরিচয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, ধৃত ১

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: এসএসকেএম হাসপাতালের ওয়ার্ড বয় পরিচয় দিয়ে নিউ আলিপুরের একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কের শাখা থেকে ১০ লক্ষ টাকা লোন নিয়ে প্রতারণা এক যুবকের। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের ব্যাঙ্কের। তদন্তে নেমে অভিযুক্ত কভিশ গুপ্তাকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ।
২০২১ সালের জুলাই মাসে নিউ আলিপুরের একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় যায় অভিযুক্ত যুবক কভিশ গুপ্তা। নিজেকে এসএসকেএম হাসপাতালের ওয়ার্ড বয় পরিচয় দিয়ে লোনের আবেদন করে। লোন আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালের জাল পরিচয় পত্র ও মাসিক বেতনের হিসেবের রসিদ দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। ১০ লক্ষ টাকা লোনের আবেদন করে ওই যুবক। প্রথম ৩ মাস লোনের কিস্তি ফেরত দিলেও তারপর থেকে আর সে লোনের কিস্তি দেয় না। ব্যাঙ্ক থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরই নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক। তদন্তে নেমে কোনও ভাবেই কভিশ গুপ্তার নাগাল পাচ্ছিলেন না নিউ আলিপুর থানার আধিকারিকরা। শুধু ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে লোন পাওয়া নয়, তদন্তে নেমে তাজ্জব হয়ে যান তদন্তকারীরা। গিরিশ পার্কের বাসিন্দা কভিশের রয়েছে একাধিক ঠিকানা। সেই সব ঠিকানায় অভিযান চালিয়েও দেখা মেলেনি বছর বত্রিশের কভিশের। অবশেষে তার মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে এক বন্ধুর বাড়ি থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় কভিশকে। ২০২০ সাল থেকে এই ধরণের প্রতারণামূলক কাজ করে আসছে ধৃত যুবক। কলকাতা ও বিধাননগরের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।