Date : 2024-04-26

কলকাতার বুকে এবার নীল সাদা অটো ছুটবে। সেই পরিকল্পনা নিচ্ছে পরিবহন দফতর।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নীল সাদা রঙের ওপর গুরুত্ব বেড়েছে। প্রশাসনিক ভবন থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় রঙ বদল হয়েছে। এবার সেই ছোঁয়া লাগতে চলেছে অটোতেও। কলকাতা শহরের লাইফলাইন হলো দুটি – এক মেট্রো অন্যটি অটোরিক্সা। সবুজ হলুদ অটো দেখতেই অভ্যস্ত কলকাতাবাসী। তবে এবার সেই অটোর রং পাল্টে নীল সাদা করার ভাবনা রয়েছে। তবে এখনও তা পরিকল্পনার স্তরে রয়েছে বলে খবর। তবে খুব শীঘ্রই কার্যকর হবে। তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে রাজ্য পরিবহন দফতর সূত্রে।

সরকার নীল সাদা রং করুক তাতে কিন্তু কোনও অসুবিধা নেই। কিন্তু অটোরিক্সার জ্বালানি খরচ বেড়েছে, টাক্স বেড়েছে। অটো রাস্তায় কিভাবে চলবে তা নিয়ে প্রশ্ন তোলেন সিটুর কলকাতা অটোরিক্সা অপারেটরস ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত চৌধুরী। সঞ্জীব দাস, অসীম বসাকের মত অটো চালক দের বক্তব্য অটোর রঙ বদলানো নিয়ে কোনও অসুবিধা নেই তাদের। তবে অটোর জ্বালানি গ্যাসের দাম কমানো হোক। পাশাপাশি ভাড়ার দিকটা যদি সরকার নজর দিক। স্কুল ড্রেস নীল সাদা রঙ নিয়ে জলঘোলা কম হয়নি। আবার এখন অটো নীল সাদা করার পরিকল্পনা পরিবহন দফতরের। যানবাহনের রং নিয়ে মাথাব্যাথা নেই সাধারণ মানুষ থেকে অটো চালকদের। তবে সুস্থভাবে অটো রাস্তায় নামানো এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।