Date : 2024-03-29

ড্র করলো রিয়াল, ভার্সা

মৈনাক মিত্র, সাংবাদিক; মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর, ক্লাব আমেরিকার সঙ্গে 2-2 গোলে ড্র করল

রিয়াল মাদ্রিদ। রুদ্ধশ্বাস ম্যাচে প্রবলতর প্রতিপক্ষে সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়ে খেলল ক্লাব আমেরিকা। 5 মিনিটেই হেনরি

মার্টিনের গোলে এগিয়ে গেছিল ক্লাব আমেরিকা। 22 মিনিটে করিম বেঞ্জিমা সমতায় ফেরান রিয়াল মাদ্রিদকে। 55 মিনিটে

পেনাল্টি পায় রিয়াল। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে গোল করেন ইডেন হাজার্ড। ম্যাচের শেষ লগ্নে সমতায় ফেরে ক্লাব আমেরিকা।

পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান আলভারো ফিদালগো।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে মুখোমুখি হল জুভেন্তাস এবং বার্সেলোনা। দুই দলেরই দুই ফুট঵লার জোড়া গোল করলেন। 34

মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। 5 মিনিট পর ইতালির ক্লাব জুভেন্তাসকে সমতায় ফেরান মোইস কিন।

এর এক মিনিট পর কাতালান ক্লাবের হয়ে ফের গোল করলেন উসমান ডেম্বেলে। 2-1 গোলে এগিয়ে থেকে মধ্যহ্ন বিরতিতে

যায় বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর 6 মিনিটের মধ্যেই জুভেন্তাসকে সমতায় ফেরান কিন।
আগামি মরসুমে এএস রোমার হয়ে খেলতে দেখা যাবে আর্জেন্তাইন তারকা স্ট্রাইকার পাওলো দিবালাকে। 28 বছর বয়সি এই

স্ট্রাইকার ইতিমধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। এখনই তাকে প্রস্তুতি ম্যাচে নামাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। বরং আগামি কয়েক

সপ্তাহ তাঁকে ফিটনেস অনুশীলন করানো হবে। ম্যাচ ফিট হওয়ার পর কম্বিনেশন গঠনে দলের সঙ্গে খেলানো হবে ডিবালাকে।

জুভেন্তাস থেকে রোমায় গিয়ে নিজের নতুন ইনিংস শুরু করেছেন আর্জেন্তাইন স্ট্রাইকার।
ইউরোপিয়ান ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে টালবাহানা অব্যাহত। রনিকে কোন ক্লাব নেবে চলতি মরসুমে সেই নিয়ে

জল্পনা থেকেই যাচ্ছে। বতলেতিকো মাদ্রিদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁদের সঙ্গে রোনাল্ডোর কোনও কথা হয়নি। বায়ার্নও

রোনাল্ডোকে না নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থা স্পষ্ট করেছে। ম্যান সিটি, পিএসজি বা রিয়াল-বার্সা, কেউই পর্তুগিজ

সুপারস্টারকে বর্তমানে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে না। অগত্যা ম্যানচেষ্টারের সঙ্গে রোনাল্ডোর এজেন্ট ফের একবার কথা বলা

শুরু করেছেন। যদিও ক্ষীণ সমভাবনা দেখাচ্ছে চেলসি। দলবদলের শেষ লগ্নে কম বাজেটে রোনাল্ডোকে তুলে নিতে পারে টড

বোহলির চেলসিও।