Date : 2024-04-18

ফুটপাথের খুদেদের রথ উৎসব, রথ তৈরিতে ব্যস্ত ওরা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক : রথ টানার আনন্দ ওরা উপভোগ করতে পারে না। অর্থের অভাবে অনেকে রথ কিনতেও পারে না। ওদের সেই আনন্দ দিতেই এক সেচ্ছাসেবী সংস্থার নয়া উদ্যোগ। ফুটপাথের শিশুদের হাতে তুলে দেওয়া হলো রথ। বড়ো বড়ো অনেক রথ তৈরি এবং রথযাত্রা দেখেছি। তবে এ বারের রথযাত্রা যেন ওদের। ওরা হল উত্তর কলকাতার হালদারবাগান এলাকার পথশিশুরা। যাদের ঘর-বাড়ি বলতে রাস্তার ফুটপাথ। ফুটপাথের সেইসব বাচ্চাদেরকে নিয়েই এবার রথযাত্রা হচ্ছে। যারা রথ হাতে পায় না। রথ টানার আনন্দ টুকু উপভোগ করতে পারে না। সেই ফুটপাথের বাচ্চাদের দেওয়া হলো রথ।

এই পুরো উদ্যোগ নিয়েছে সংবেদন নামক এক সংস্থা। ফুটপাথের খুদেদের হাতে তৈরি রথ দেখবে তিলোত্তমা। রথ সাজানোর নানান রংবেরং সামগ্রী দিয়ে রথ সাজাচ্ছে ফুটপাথের ছেলেমেয়েরা। অর্থের অভাবে কেউ কেউ আগের বছরের রথকেই সুন্দর করে সাজাচ্ছে। আর কেউ আবার নতুন রথ পেয়েছে সংস্থার পক্ষ থেকে। ওদের রথ সাজাতে গাইড করে দিচ্ছেন বড়রা। যারা প্রান্তিক যারা রথের আনন্দ বোঝেনা তাদের মুখে হাসি ফোটাতেই এই প্রয়াস বলে জানান সংস্থার সম্পাদক সমিত সাহা। তবে এখানেই শেষ নয়, যারা সুন্দর করে রথ সাজাতে পারবে তাদের জন্য থাকছে নতুন পোশাক, রেনকোট, রং পেনসিল, পেনসিল, রাবার আরো অনেক উপহার তুলে দেওয়া হবে। প্রায় ১৫ জন পথ শিশুরা রথ তৈরি করে। শুধু সাজানো নয় রথ যাত্রার আনন্দে বাঁশি বাজিয়ে রথ টানলো ছোটো খুদেরা।