Date : 2024-03-29

বাস স্ট্যান্ডেই মুক্ত লাইব্রেরি। যা পথচলতি মানুষ থেকে শিশুদের ভিড় সেই লাইব্রেরিতে।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিকঃ কলকাতার বুকে বহু ওপেন লাইব্রেরি রয়েছে। এমনই এক মুক্ত লাইব্রেরির ঠিকানা বাস স্টপেজ। আলিমুদ্দিন স্ট্রিটে বাসস্টপের ধারে এই মুক্ত লাইব্রেরি। যা পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আলিমুদ্দিন স্ট্রিটে জোড়া গির্জার উল্টোদিকের ফুটপাথে প্রায় ভাঙা যাত্রী প্রতীক্ষালয়। অযত্নের ছাপ চারিদিকে। ওই পথে চলতে গিয়ে সেই অপরিষ্কার বাস স্ট্যান্ডই এখন চোখ টানছে পথচারীদের। কারণ পাশেই রাখা একটি বুক শেলফ। তাতে থরে থরে সাজানো বই। চাইলে যে কেউ সেখানে বই পড়তে পারেন বিনামূল্যে।

তবে বই বাড়ি নিয়ে গিয়ে পড়ার সুযোগ নেই। বড় বড় করে লেখা রয়েছে অনুগ্রহ করে পড়ার পর বই যথাস্থানে রাখুন। ব্যক্তিগত উদ্যোগে এই ওপেন বা স্ট্রিট লাইব্রেরি তৈরি করেছেন আলিমুদ্দিনের বাসিন্দা তৌসিফ রহমান। তাঁকে সাধুবাদ দিচ্ছেন সকলেই। রাস্তার ধারে ওপেন লাইব্রেরিটি সপ্তাহখানেক হল শুরু হয়েছে। বেশ জনপ্রিয় উঠেছে স্ট্রিট লাইব্রেরিটি। সামনে স্কুল থাকায়, পড়ুয়াদের ভিড় দেখা গেল লাইব্রেরির সামনে। শুধু পড়ুয়ারা নয়, অভিভাবকরাও বই নেড়েচেড়ে দেখছেন। পিঙ্কি দাস নামে এক মহিলা ওই বাসস্ট্যন্ডেই থাকেন। তিনি তৌসিফ রহমানের অনুপস্থিতিতে লাইব্রেরিটির দেখাশোনা করেন। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা একটু সময় পেলেই বইয়ের পাতা উল্টোপাল্টে দেখছেন। বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস প্রায় উঠে গেছে। সেই বই পড়ার অভ্যাস বাঁচিয়ে রাখতেই উদ্যোগ বলে জানান তৌসিফ।