Date : 2024-03-29

বিধান সভায় শাসক বিরোধী র হাতাহাতি ঘটনার জল গড়ালো হাই কোর্টে।আগামীকাল মামলার শুনানি

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক ঃ রাজ্য বাজেট অধিবেশনের শেষ দিনে বগটুইয়ে জীবন্ত মানুষ কে পুড়িয়ে মারার পাশাপাশি, হাসখালি, মাটিয়া,শান্তিনিকেতনে সহ একাধিক ধর্ষণ, গণধর্ষণের ঘটনায় বিরোধী দলের পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করা হয়েছিল।
সেই দিন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের ওপর আলোচনা হওয়ারও কথা ছিল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিজ্ঞা সহ বিজেপির সমস্ত বিধায়কের উপস্থিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিধান সভায় নিজের বক্তব্য পেশ করছিলেন সেই সময় বিজেপির চার বিধায়ক(যাঁরা তৃণমূল কংগ্রেসের যাওয়ার জন্য পা বাড়িয়ে ছিলেন, ) তাঁরা বিরোধী দলনেতা কে তাঁর বক্তব্য পেশে বাঁধা দিচ্ছিলেন বারংবার।

হটাৎ শাসক দলের বিধায়কদের সাথে বিরোধী দলের বিধায়কদের বচসা থেকে হাতাহাতি।

এই ঘটনায় দুদলের বিধায়ক কম বেশি আঘাত পেয়েছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,পরিষদীয় নেতা মনোজ টিজ্ঞ,শঙ্কর ঘোষ, সহ সাত বিজেপি বিধায়কদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

পরে এই ঘটনার(বিধায়কদের হাতাহাতি র পাশাপাশি বিধানসভা ভাঙচুরের ঘটনায় হেয়ারস্ট্রীট থানায় অভিযোগ দায়ের করা হয় বিরোধী দলের বিধায়কদের বিরুদ্ধে।
হেয়ার স্ট্রিট থানার এফআইআর কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আগামীকাল বুধবার মামলার শুনানি বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে।