Date : 2024-04-19

বিরাটের পাশে সুনীল গাভস্কার

মৈনাক মিত্র, সাংবাদিক; বিরাট কোহলির সঙ্গে 20 মিনিট সময় পেলেই তার ব্যাটিংয়ের ভুল ত্রুটির দিক গুলো শুধরে দিতে পারবেন বলে মনে করছেন সুনীল গাভস্কার। অফ স্টাম্পের বাইরে বল খেলার ক্ষেত্রে বারবার ভুল করছেন বিরাট কোহলি। ব্যাটে তার রানের খড়া চলছে সেই 2019 সাল থেকে। তিন বছরেও ব্যাটে রান না ফেরায়, মাঠে এবং মাঠের বাইরে বিস্তর চাপের মধ্যে রয়েছেন কোহলি। এই পরিস্থিতিতে বহু প্রাক্তনি বিরাটের সমালোচনা করছেন এবং তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছেন। টেস্ট, ওডিআই এবং টি20 মিলে মোট 6টি ইনিংসে বিরাট করেছেন মাত্র 76 রান। ইতিমধ্যেই ক্যারিবিয়ান সিরিজ থেকে বাদ পড়েছেন বিরাট। চলতি বছরে রয়েছে টি20 বিশ্বকাপ।

খারাপ পারফরমেন্সের ধারা বজায় থাকলে তিনি হয়ত বিশ্বকাপের দলে সুযোগই পাবেননা। এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়াচ্ছেন সুনীল গাভস্কার। বিরাটের সঙ্গে অন্তত 20 মিনিট কথা বলে তাঁকে টেকনিক নিয়ে কিছু উপদেশ দিতে চান গাভস্কার। একই সঙ্গে তার ব্যাটিং ত্রুটি দিকগুলোও বুঝিয়ে দিতে চান ভারতের সানি। তার টিপস যে বিরাটের কাজে লাগবেই এমন নিশ্চয়তা না দিলেও গাভস্কার বলছেন, বিরাটের অফ স্টাম্পের লাইনে বারবার আউট হওয়া হয়ত বন্ধ হবে তার কথা শুনলে। রান করার চাপ থাকায় সব বলেই ব্যাট লাগাতে চাইছেন কোহলি, যেটা উচিত নয়। ওপেনিং বা ফার্স্ট ডাউনের ব্যাটারের ক্ষেত্রে অফ স্টাম্পের বল খেলায় প্রবণতা থাকে। তবে তাঁ দ্রুত শুধরাতে।