Date : 2024-04-25

বিরাট বিতর্কে দুই ভাগ ক্রিকেটবিশ্ব


বিরাট কোহলির পাশে দাড়ালেন পাকিস্তানি বংশদ্ভুত অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খোয়াজা। টানা ব্যর্থতার জেরে অনেকেই চাইছেন দল থেকে বাদ পড়ুন বিরাট কোহলি। অতএব, বিশ্রাম দেওয়া হোক তাঁকে। সেই তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও। যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খোয়াজা সোশাল নেটওয়ার্কিং সাইটে কপিল দেবের মন্তব্যের পরিপ্রেক্ষীতে বলেছেন, সেই ক্রিকেটারের গড় 50 এবং স্ট্রাইক রেট 140-এর ওপর। তাঁকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলে অজিরা খুশি হবে। চলতি বছরে অস্ট্রেলিয়া হবে টি20 বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলির পরিবর্ত কে হবেন, এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলেছে আলোচনা। সেই আলোচনায় আরও বাড়িয়ে দিলেন সুর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি20তে অনবদ্য শতরানের পাশাপাশি শেষ কয়েকটা সিরিজে ব্যাটে নজর কেড়েছেন সুর্যকুমার যাদব। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান শেষ কয়েকবছর যাবত দায়িত্ব নিয়ে মিডল অর্ডারে খেলছেন। দিয়েছেন নির্ভরতাও। ভারতীয় দলেও ফার্স্ট ডাউনে নেমে ফিনিশ করার দায়িত্ব নেওয়ায়, টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন সুর্যকুমার যাদব। তৃতীয় টি20 ম্যাচে পাহাড় প্রমাণ টার্গেট চেজ করতে নেমে অনবদ্য শতরান করেছিলেন সুর্যষ। 55 বলে করা তার 117 রানের দৌলতেই ইংল্যান্ডের রানের কাছাকাছি পৌঁছায় ভারত।বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে কপিল দেবের সঙ্গে মতের মিল দেখা গেল প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদের। তার মতে, এক সময় খারাপ পারফরমেন্সের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিংদেরও দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। পরে তাঁরা ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা দিয়ে ফের জাতীয় দলের কামব্যাক করেছিল। তাহলে বিরাট কোহলির ক্ষেত্রে, অন্যথা হবে কেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন বোলিং কোচ। এই তালিকা অবশ্য আরও দীর্ঘ,কারণ এক সময় জাহির খান,অনীল কুম্বলেও দল থেকে বাদ পড়েন।বিরাট কোহলিকে ফের প্রশ্নবান উড়ে এল অধিনায়ক রোহিত শর্মা দিকে। ইংল্যান্ডের বিপক্ষে বিরাটের ব্যাটে রানের খরার পর, রোহিতকে প্রশ্ন করা হয়। বিশেষজ্ঞরা বিরাটকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছে, এই বিষয় রোহিতের কি মতামত। তখনই রোহিত বলেন, যারে বিশেষজ্ঞ তারা দলের বাইরে থেকে মতামত দিচ্ছেন। ভিতরের বিষয় কেউ জানেন না। তারা না জেনেই দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে মন্তব্য করছেন, তবে তাতে তাঁর কিছু এসে যায় না। এই বিশেষজ্ঞ কারা, সেটাও তিনি জানেন না, সাংবাদিকদের উত্তরে বলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।