Date : 2024-04-25

মানুষের পাশে না থেকে যাঁরা নেতাদের ছত্রছায়াতে থেকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাবেন ভাবছেন তাঁরা দিবা স্বপ্ন দেখছেন: অভিষেক বন্দ্যোপাধ্যায়

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ২১শে জুলাইয়ের বৃষ্টির আমাদের কাছে আশীর্বাদ।তুমুল বৃষ্টি উপেক্ষা করেই বক্তৃব্য রাখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৩ শে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কারা কারা টিকিট পাবেন ২১ শের মঞ্চ থেকে বার্তা দিলেন তরুণ তুর্কি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২বছর আগে তৃণমূল কংগ্রেস গেল গেল রব উঠেছিল।২০১৯ সালে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বলে অনেকেই আশাহত হয়েছিলেন।আমরা ঘুরে দাঁড়িয়েছি।আপনারা ঘুরে দাঁড়িয়েছেন।২১মনে লড়াইয়ের মানসিকতা, মাঠে রক্ত দিয়ে লড়াই করা।তৃণমূল কংগ্রেস করতে গেলে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।

তৃণমূল কংগ্রেস করতে গেলে বিশ্বাস জন্মাতে হবে।তৃণমূল কংগ্রেসের ধান্দাবাজ দের জায়গা নেই। দল ভাঙ্গিয়ে তৃণমূল কংগ্রেস কে আটকাতে পারেনি। উত্তর বঙ্গের জেলা গুলি চাপিয়ে বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়ছে মেঘালয়, ত্রিপুরা, গোয়া, মনিপুর। রক্ত দিয়ে বুক চিতিয়ে লড়াই করবো বাংলার জন্য।যাঁরা বলেছিলেন আপ কি বার ২০০পার তাঁরা কোথায় গেল অমিত শাহ, নরেন্দ্র মোদী।

কেন্দ্রের ১০০ দিনের টাকা নিয়ে খোঁচা কেন্দ্রীয় সরকারকে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১,৫কোটি মানুষ কে লক্ষী ভান্ডার দিতে পারেন তাহলে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন।

রান্নার গ্যাস থেকে পেট্রো পণ্যের মূল্য আকাশ ছোঁয়া অথচ চোখে কালো চশমা পড়ে আছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।