Date : 2024-03-29

মা কালি নিয়ে বিতর্কিত মন্তব্য মহুয়া মৈত্রের।মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- মহুয়া মৈত্র র কালি ঠাকুর নিয়ে কুরুচিকর মন্তব্য কে ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি ।সেই ইস্যু তে জনস্বার্থ মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে ।দাবি মহুয়া মৈত্রীর শাস্তি দিতে হবে ।সেই মামলার শুনানি শেষ রায় দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্টে ।

আবেদনকারী আইনজীবী তন্ময় বসু জানান লোকসভার সদস্য মহুয়া মৈত্র ভগবান নিয়ে অপমানজনক কথা বলেছেন।হিন্দু ধর্মের ভাবাবেগ আঘাত করেছেন।তাঁর বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেয়া হলো না কেন?।

সাংসদ ময়ুয়া মৈত্রের আইনজীবী সৌনক মিত্র উত্তরে আদালতে জানান এই মামলা গ্রহণ যোগ্য না ।যা প্রকাশ করা হচ্ছে তার সঙ্গে তিনি আরো কিছু কথা বলেছিলেন যা দেখানো বা প্রচার করা হচ্ছে না ।

এজি : নিউ দিল্লি তে ঘটনা ঘটে ।প্রচুর ভির এর মাঝে কথা টা বলেন ।চার থানায় মামলা হয় ।কোনো উদ্দেশ্য নিয়ে এই কথা বলা হয়নি ।কোনো অভিযোগ করেননি ।
আবেদনকারী আইনজীবী : এজি কেনো মহুয়া মৈত্র র হয়ে কথা বলছেন ।উনি তো সরকারি আইনজীবী ।এটা সত্যি দুর্ভাগ্যজনক।