Date : 2024-04-19

রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচ, জয়ের লক্ষ্যে শিখরের ভারত

মৈনাক মিত্র, সাংবাদিক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে 3 রানে জিতল ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় ভারতের। শেষ দিকে একটা সময় মনেই হয়েছিল ম্যাচটা হয়ত ভারতের হাত থেকে বেড়িয়ে গেল। তবে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় ক্যারিবিয়ানরা। মহম্মদ সিরাজ শেষ ওভারে বেশি রান দিলেও, শেষ বলে নিজের হীমশিতল মানসিকতার প্রমান দেখালেন। শেষ বলে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হলেই ম্যাচ হাত থেকে বেড়িয়ে যেত ভারতের। তবে সেটা হল না। রোমারিও শেপার্ড, আকিল হোসেনদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। 25 বলে 39 রানের ঝোড়ো ইনিংস খেলেন রোমারিও শেপার্ড। আকিল হোসেন অপরাজিত থাকেন 32 রানে। বল হাতে দুটি করে উইকেট নিলেন শর্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চাহাল।

যদিও ইকোনমি রেট নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ভারতীয় কোচের। শর্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেলরা প্রতি ওভারে দিলেন 6 রানের বেশি। ব্যাট হাতে শুরুটা অশ্য ভালো করেছিল ভারতই৤ একটুর জন্য শতরান হাতছাড়া করেন এই ম্যাচে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেটের গব্বরের ইনিংস সাজানো ছিল 10টি বাউন্ডারি এবং 3টি ওভারবাউন্ডারিতে। 64 রান করেন আরেক ওপেনার শুভমন গিলও। 53 বলে 64 রান করার পর রান আউট হয়ে যান গিল। শ্রেয়স আইয়ারও এসে অর্ধশতরান করেন। লোয়ার অর্ডারে দীপক হুডা এবং অক্ষর প্যাটেল যথাক্রমে 27 এবং 21 রান করেন। ম্যাচের সেরা নির্বাচিত হন শিখর ধাওয়ান। রবিবার কুইন্স পার্ক ওভালে রয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচ। অধিনায়ক হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করেছেন সিরিজের প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচেও সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভারতীয় বাঁহাতি ব্যাটার। গত ম্যাচেও সঞ্জু স্যামসন ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হলে, তার থেকে পারফরমেন্স চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুর্যকুমার যাদবও চাইবেন ইংল্যান্ড সিরিজের পারফরমেন্স এই ম্যাচেও বজায় রাখতে। শেষ ম্যাচে তীরে এসে তরী ডুবেছে নিকোলাস পুরান, কাইল মেয়ার্সদের শক্তিশালি ভারেতর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সমতা ফিরতে মরিয়া ক্যারিবিয়ানরা। ব্র্যান্ডন কিংরা তাই দলের বোলিং শুধরানোর দিকেই এখন বাড়তি নজর দিচ্ছেন। 300-র মধ্যে ভারতকে রোখার লক্ষ্যে ক্যারিবিয়ানরা। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখার লড়াই শিখরের মেন ইন ব্লুজদের। এখন দেখার রবিবাসরীয় ম্যাচ জিতে সিরিজে আরও এগোতে পারে কিনি ভারত