Date : 2024-04-19

রাজ্যের সরকারি স্কুলগুলি কেমন আছে জানতে সরকারের রিপোর্ট তলব

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:-রাজ্যের সরকারি স্কুলগুলির হাল হকিকত জানতে চেয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রতিটি স্কুলে ছাত্রের নিরিখে শিক্ষকের অনুপাত কত? কতগুলি স্কুলে ছাত্র সংখ্যা তলানিতে বা শিক্ষক নেই সেই সংক্রান্ত সমস্ত তথ্য ২৯ জুলাইয়ের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

মামলাকারীর আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ি জানান, এই মামলায় এর আগে একবার স্কুলগুলি নিয়ে রাজ্য সরকার একটি সামগ্রিক রিপোর্ট পেশ করেছিল। কিন্তু তাতে আদালত সন্তুষ্ট হতে পারেনি। সেই রিপোর্টে জানানো হয়েছিল কোনও সমস্যা নেই। প্রতিটি স্কুলে ছাত্র অনুপাতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছে। কিন্তু বাস্তবে চিত্রটা ভিন্ন।

একাধিক জায়গায় দেখা গিয়েছে ৪০০ জন পড়ুয়া পিছু শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। উল্টোদিকে কোথাও আবার শিক্ষক রয়েছেন অথচ ছাত্র নেই। তাহলে সেসব স্কুলে যে তবহিল বণ্টন করা হচ্ছে তার হিসাব কোথায়? এবার এনিয়ে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে ডিভিশন বেঞ্চ।