Date : 2024-04-26

রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ, পজিটিভিটি রেট 14.72 শতাংশ

মাম্পি রায়, নিউজ ডেস্ক : রাজ্যে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 1হাজার 739জন। অথচ একমাস আগে এই সংখ্যাটা ছিল 39। বাড়তে থাকা সংক্রমণের পিছনে সাধারণ মানুষের গা ছাড়া মনোভাবকেই দায়ী করছেন চিকিৎসকরা।
করোনার ভয় সরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাধারণ মানুষ। এরইমধ্যে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। বাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক হাজার পেরিয়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী,
1 জুলাই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1হাজার 739জন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20লক্ষ 31হাজার 164। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 8হাজার 277। মৃতের সংখ্যা শূন্য।
গত কয়েকমাসে করোনা আক্রান্তের পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে অনেকটাই বেড়েছে পজিটিভিটি রেট।
তারিখ 24ঘণ্টায় করোনা আক্রান্ত পজিটিভিটি রেট অ্যাক্টিভ কেস
1 এপ্রিল 41 জন 0.30 শতাংশ 600
1 মে 53 জন 0.50 শতাংশ 397
1জুন 39 জন 0.49 শতাংশ 357
1জুলাই 1,739 জন 14.72 শতাংশ 8,277
আক্রান্তের সংখ্যা এই হারে বাড়তে থাকলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
এই পরিস্থিতিতে ষাটোর্ধ্বদের মধ্যে যাঁরা টিকা নেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বাকিদের টিকাকরণ নিয়ে কেন্দ্রকে নিশানা করে মেয়র জানান, ষাটের কম বয়সীদের বেসরকারি হাসপাতাল থেকে টিকা নেওয়ার কথা বলেছে কেন্দ্র। সেজন্য টিকা থাকা সত্বেও তাঁদের দেওয়া সম্ভব হচ্ছে না।
প্রথম, দ্বিতীয় ঢেউতে ভয়াবহ ছবি দেখা গিয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। করোনার জেরে লকডাউন তার উপরে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেন সিলিন্ডারের হাহাকার। সেই ছবি যাতে আর ফিরে না আসে, সেজন্য এখন থেকেই সচেতন হতে হবে মানুষকে, জানাচ্ছেন চিকিৎসকরা।