Date : 2024-04-23

শিকাগোয় বন্দুকবাজের হামলা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্কঃ বিগত কয়েকদিনে বেড়েছে আমেরিকায় বন্দুকবাজের হামলা। বন্দুকবাজের হামলা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তা নিয়ে চিন্তায় প্রশাসন। এবার আমেরিকার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। আততায়ীর গুলিতে সেখানে প্রাণ গেল নয়জনের। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।শিকাগোর পুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী রবার্ট ক্রিমোকে।বন্দুকবাজের অন্য হামলাগুলির মতোই এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, কোন মানসিকতা থেকে নিরীহ মানুষের উপরে গুলি চালানোর সিদ্ধান্ত? কে এই রবার্ট ক্রিমো?রবার্ট ক্রিমো ২২ বছরের তরতাজা যুবক। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতা, ৫৪ কেজি ওজন।

গোটা শরীরে ট্যাটু। বাড়ি শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায়। শহরতলির এই হাইল্যান্ড পার্ক চত্বরেই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি চালায় সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিকাগোর একাধিক জায়গায় তাণ্ডব চালায় রবার্ট। ফলে কাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউতে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও ৩ জনের মৃত্যু হয়।শিকাগো পুলিশের তরফে জানানো হয় রবার্ট পেশায় ইউটিউবার। তাঁর ওয়ালে বিভিন্ন বিকৃত ভিডিও পোস্ট হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে সেই সাইট। কোন মানসিকতা থেকে রবার্ট এতগুলি নিরীহ মানুষকে হত্যা করল তা ভাবাচ্ছে প্রশাসনকে।সে মানসিকভাবে কতটা সুস্থ তাও খতিয়ে দেখছে পুলিশ।