Date : 2024-03-29

দল থেকে বাদ বিরাট কোহলি… বিশ্রাম বা বার্তা?

মৈনাক মিত্র, সাংবাদিক; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20 সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। 18 জনের স্কোয়াডে নেই

বিরাট কোহলি। মুখে বিশ্রামের কথা বলা হলেও আক্ষরিক অর্থে তাঁকে টি20 দল থেকে ছেঁটে ফেললেন বোর্ড কর্তারা। কিংবা

কোনও বার্তা দিতে চাইলেন হয়ত বিরাটকে। শেষ কয়েকটি সিরিজের টি20 ম্যাচেই বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যদি তাঁকে

টি20 বিশ্বকাপের দলে রাখার ইচ্ছাই থাকত বোর্ডের, সেক্ষেত্রে হয়ত তাঁকে টি20 সিরিজগুলোয় সুযোগ দিত নির্বাচকরা। এখনও

যদি টি20 ফরম্যাটে বিশ্রাম দেওয়া হয় বিরাটকে, সেক্ষেত্রে ধারাবাহিকতা আসতে আরও অসুবিধা হবে তাঁর। ফলে এক কথায়

বলাই যায়, বোর্ড হয়ত এবার সুর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারদের দিয়েই তিন এবং চার নম্বর জায়গাটা চালিয়ে দিতে চাইছে।

সেক্ষেত্রে মিডল অর্ডারে ঋষভ, হার্দিক,জাদেজা দলে থাকবেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। দলে

ফিরছেন বর্ষিয়ান রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব এবং লোকেশ রাহুলকে দলে রাখা হলেও তাঁদের ফিটনেস টেস্ট দিয়ে স্কোয়াডে

জায়গা পেতে হবে। স্কোয়াডে থাকছেন দুই তরুণ মুখ আবেশ খান,অর্শদীপ সিং। বিরাট কোহলির পারফরমেন্স বিতর্কে মধ্যেই

মুখ খুললেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসর। বিরাট কোহলির ব্যাটে যেরকম রানের খরা চলছে, তাতে তার

মুন্ডপাত করছেন প্রাক্তনিরা। ক্যারিবিয়ান সিরিজের দল থেকেও বাদ পড়েছেন বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা এই ক্রিকেটার।

এই পরিস্থিতিতে বিরাট কোহলির পাশে দাড়িয়ে মন্টি বলছেন, বিরাট হচ্ছেন রোনাল্ডো বা টাইগার উডসের মতো। তিনি যখন

তখন জ্বলে উঠতে পারেন। সমর্থকরাও তাঁর জন্যই অনেক সময় মাঠে আসে। বিশ্বকাপের দলেও বিরাট কোহলিকে রাখা উচিত

বলে মত, মন্টির। কারণ বিশ্বকাপের মতো মেগা প্রতিযোগিতায় বিরাট সব সময় ভারতের অপরিহার্য অঙ্গ। বিসিসিআইয়ের

সাম্প্রতিক অধিনায়ক নীতি নিয়ে বোর্ডকে একহান নিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। শেষ 6 মাসে 6টির বেশি অধিনায়ক

পেয়েছে ভারতীয় দল। কখনও রোহিত, কখনও শিখর, কখনও রাহুল তো কখনও বুমরাহ। হার্দিক, ঋষভও অধিনায়কত্বের

সুযোগ পেয়েছেন। এই পরিস্থিতিতে ভারতের জন্য সঠিক এবং স্থায়ি নেতা হিসেবে কোন ফরম্যাটে কাকে দায়িত্ব দেওয়া উচিত,তা

নিয়ে বোর্ডের সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত বলে মনে করছেন ভাজ্জি।