Date : 2024-04-19

দিতে হবে অনুদানের টাকা খরচের তথ্য। কলেজগুলিকে কড়া হুঁশিয়ারি ইউজিসির

নাজিয়া রহমান, সাংবাদিক : ইউজিসি অনুমোদিত দেশের সমস্ত কলেজের কাছে টাকার হিসেব চাইল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রায় কুড়ি বছর ধরে কলেজগুলিকে অনুদানের যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা কোথায়, কী ভাবে খরচ হয়েছে, তার হিসাব-সহ নথিপত্র দিতে হবে ইউজিসিকে। বহু বার কলেজগুলির কাছে টাকার হিসেব চাওয়া হয়। কিন্তু সেই তথ্য বা মেলায় কার্যত কড়া পদক্ষেপ নিল ইউজিসি। যদি কোনও কলেজ টাকা খরচের খতিয়ান না দিতে পারে তাহলে সংশ্লিষ্ট কলেজকে সুদ-সহ সমস্ত টাকা ফেরত দিতে হবে। নইলে ইউজিসি সংশ্লিষ্ট কলেজটিকে সাহায্য দেওয়া বন্ধ করে দেবে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্যান্য তহবিল থেকেও আর সাহায্য পাবে না। বলেও হুঁশিয়ার। এমনকি সংশ্লিষ্ট কলেজের অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে বলেও জানিয়েছে ইউজিসি।

মূলত বই কেনা, বিভিন্ন সেমিনার বা আলোচনাচক্রের আয়োজনের জন্য কলেজগুলিকে আর্থিক সাহায্য দেয় ইউজিসি। কিন্তু গত কুড়ি বছরের সেই টাকার কোনও হিসেব ইউজিসিকে পাঠায়নি কলেজগুলো। বার বার কলেজের কাছে টাকার হিসেব চাইলেও মেলেনি সেই তথ্য। শেষে কিছুটা বাধ্য হয়েই কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের সমস্ত কলেজগুলিকে পাঠানো হয়েছে চিঠি। চিঠি পাঠানোর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে যথাযথ নথি-সহ হিসাব জমা দিতে হবে। তা দিতে না-পারলে বন্ধ হয়ে যাবে সাহায্য। অনেক কলেজেই কুড়ি বছর আগেকার নথিপত্র এখন আর সংরক্ষিত নেই। অনেক কলেজের তরফে আগে হিসাব জমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই পদ্ধতিতে খুব একটা খুশি নয় ইউজিসি। তাই নতুনফরম্যাটে তা আবার জমা দিতে হবে বলে জানিয়েছে ইউজিসি। ইউজিসির হুঁশিয়ারির পর কলেজে কলেজে শুরু হয়েছে নথি সংগ্রহে তোড়জোড়।