Date : 2022-09-27

ফের অস্ত্রোপচার শোয়েব আখতারের

অস্ত্রোপচার হল প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের। এই নিয়ে ষষ্ঠবার অস্ত্রোপচার হল তাঁর। দীর্ঘ

এক দশক ধরে হাটুর প্রবল যন্ত্রণায় ভুগছেন শোয়েব। সেই কারণেই মেলবোর্নের হাসপাতালে হাটুতে অস্ত্রোপচার হল রাওয়ালপিন্ডি

এক্সপ্রেসের। দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। হাঁটুতে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়ে গেছে

শোয়েবের। কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হতে পারেননি তিনি। ক্রিকেট থেকে তিনি শেষ এক দশক দুরেই রয়েছেন। মাঠে

সেভাবে নামেননি। নামলেও কোনওদিন হাঁটুতে চাপ পড়ে এমনভাবে বোলিং করেননি। যদিও তার ডান হাটুর চোট ভোগাচ্ছে

তাকে দীর্ঘ এক দশক ধরেই। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক হাসপাতালে ফের একবার হাঁটুর অস্ত্রোপচার হল রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।

বিরাট, রোহিতের ব্যাটিংয়ের ভক্ত শোয়েবের হাসপাতালে ভর্তি থাকার কথা প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে

নেটমাধ্যম। শোয়েব নিজেও সোশাল নেটওয়ার্কিং সাইটে, দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন। আর কয়েকটা বছর বেশি

ক্রিকেট খেললে এখন আর হাটতে পারতেনা হয়, এই আশঙ্কা করছেন শোয়েব। এই চোটের জন্যই তাঁকে নির্দিষ্ট বয়সের আগেই

অবসর নিতে হয়েছিল। এখনও পর্যন্ত বিশ্বের দ্রুততম ফাস্টবোলারের আশা, এটাই হয়ত তার পায়ের শেষ অস্ত্রোপচার হবে।