Date : 2024-04-20

ইংলিশ প্রিমিয়ার লিগে হাতাহাতিতে জড়ালেন দুই কোচ

মৈনাক মিত্র, সাংবাদিক : ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে হাতাহাতিতে জড়ালেন দুই দলের দুই কোচ। লাল কার্ডও দেখলেন বিশ্ববিখ্যাত দুই কোচ। এমনই বিরল ঘটনা ঘটালেন চেলসি ফুটবল দলের প্রাক্তন এবং বর্তমান কোচ। ইপিএলে চেলসির মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার্স। ম্যাচ শেষ হয় 2-2 গোলে। দুরন্ত ফুটবল উপহার দেন দুই দলের ফুটবলাররাই। তবে তাঁদেরকে ছাপিয়ে যায় দুই কোচের আবেগের বহিঃপ্রকাশ। একজন টটেনহ্যামের দায়িত্বে থাকা চেলসির প্রাক্তন কোচ অ্যান্তোনিও কন্তে। অন্যজন চেলসির বর্তমান কোচ থমাশ টুচেল। 90 মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের রেশ রইল ম্যাচের শেষে সাইডলাইনেও।

করমর্দনের সময়ও উত্তেজনা ছড়ায় দুই কোচের মধ্যে। কন্তের শরিরি ভাষা দেখে মনে হয় থমাশ টুচেল তাঁর হাত জোড়ে চেপে ধরেছিলেন। যদিও টুচেল এমন অভিযোগকে পাত্তাই দেননি। লালকার্ড দেখলেও নিজেদের কৃতকর্মে দুই কোচের কেউই তাতে বিন্দুমাত্র ব্যথিত নন। দলের ড্রয়ের পর চেলসি কোচ থমাশ টুচেল আবেদন জানান, যাতে এই ম্যাচের রেফারি অ্যান্থনি টেলরকে, চেলসির আর কোনও ম্যাচে রেফারিংয়ে দায়িত্ব না দেওয়া হয়। 19 মিনিটে কালুডু কুলিবালির গোলে এগিয়ে গেছিলে চেলসি। 68 মিনিটে হোজবার্গের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম৤ 77 মিনিটে রিস জেমস গোল করে চেলসিকে ফের এগিয়ে দেন। এক সময় যখন সকলেই ধরে নিয়েছে চেলসি জিততে চলেছে, তখনই ম্যাচের সংযুক্তি সময় গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন।