Date : 2024-04-19

উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জনমানসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পদযাত্রা

ওয়েব ডেস্ক : দূষণ মুক্ত পরিবেশ, পরিচ্ছন্ন নিকাশি ব্যবস্থা, রোগমুক্ত নির্মল বাংলা গড়ার লক্ষ্যে গত পয়লা জুলাই, 2022 পঃ বঃ সরকারের পক্ষ থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধlজ্ঞা জারি করা হয়েছে l এর বিক্রেতা ও ব্যবহারকারি উভয়কেই জরিমানা করার আইনি ব্যবস্থা করা হয়েছে l

হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোটা ব্লক এলাকায় জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, প্লাস্টিক মুক্ত উদয়নারায়ণপুর গড়ার উদ্দেশ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে l এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সংগঠন সহ সর্বস্তরের মানুষজন এই উদ্যোগে সামিল হয়েছেন আয়োজন করা হচ্ছে পদযাত্রা, প্রতিযোগিতা, প্রচার কর্মসূচি ইত্যাদি l

এরই অঙ্গ হিসাবে ব্লকের উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জনমানসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ একটি পদযাত্রার আয়োজন করা হয় l অংশগ্রহণ করেন অধক্ষ্য ডঃ অরবিন্দ ঘোষ, অধ্যাপক -অধ্যাপিকা বৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী l পদযাত্রাটি বাসস্টপ, ব্লক অফিসে, বাজার, স্টেট জেনারেল হাসপাতাল ইত্যাদি এলাকার প্রদক্ষিণ করে l