Date : 2024-04-24

এশিয়া কাপেই দলে ফিরতে পারেন বিরাট কোহলি

মৈনাক মিত্র, সাংবাদিক; 27 অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে অগাস্টের 28 তারিখ। চলতি সপ্তাহের শেষে অথবা আগামি সপ্তাহের শুরুতেই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারে বিসিসিআই। 15 জনের স্কোয়াড ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে দলে আসতে পারেন শেষ কয়েকটি সিরিজে বিশ্রামে পড়া বিরাট কোহলি। ধারাবাহিক খারাপ পারফরমেন্সের জেরে শেষ কয়েকটি সিরিজে তাঁকে বিশ্রামে পাঠিয়ে বার্তা দিতে চেয়েছিল ভারতীয় নির্বাচকরা। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই দলে ফিরতে পারেন কোহলি। দলে ঢুকতে চলেছেন লোকেশ রাহুল, দীপক চাহারও। সেক্ষেত্রে ওপেনিং নিয়ে চিন্তা কমবে রোহিতের। তিন, চার এবং পাঁচ নম্বরে বিরাট, সুর্যকুমার এবং শ্রেয়স আইয়ারকে স্কোয়াড সাজাতে পারে বোর্ডের নির্বাচকরা। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিকও থাকছেন স্কোয়াডে। বোর্ড সুত্রে খবর, থাকতে পারেন দীপক হুডাও। মুলত বোলিং অলরাউন্ডার হিসেবেই রাখা হতে পারে তাঁকে। যুজবেন্দ্র চাহাল দলে থাকছেনই। অপর একটি স্পিনার হিসেবে লড়াই থাকবে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন এবং রবি বিসনৈয়ের মধ্যে। পেসারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং হর্শল প্যাটেল থাকতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে। দুবাইয়ের পরিবেশের কথা মাথায় রেখে দল তৈরি করছে বোর্ড।