Date : 2024-04-18

কমনওয়েলথ গেমসে একের পর এক পদক জয় ভারতের

মৈনাক মিত্র, সাংবাদিক ঃ পুরুষদের 3000মিটার স্টিপলচেজ ইভেন্টে রৌপ্য পদক পেলেন ভারতের অবিনাশ মুকুন্দ। 8.11.20 মিনিটে রেস শেষ করেন অবিনাশ। এটি তার কেরিয়ারের সেরা এবং জাতীয় রেকর্ড। ভারতকে এবারের কমনওয়েলথ গেমসে দশম রৌপ্য পদক এনে দেন তিনি। এই প্রতিযোগিতার ইতিহাস স্টিপলচেজ ইভেন্টে এটি ভারতের প্রথম পদক। শেষ ছবারে এই ইভেন্টে দাপট ছিল কেনিয়ানদের। সেই দাপটে এবার ভাগ বসালেন মহারাষ্ট্রে এই 27 বছরের যুবক। 10 হাজার মিটার রেস ওয়াকে রৌপ্য পদক জিতলেন ভারতের প্রীয়াঙ্কা গোস্বামি। শনিবার অবিনাশ মুকুন্দের স্টিপলকেস ইভেন্টে রৌপ্য পদক জয়ের পাশাপাশি দেশকে রৌপ্য পদক দিলেন প্রীয়াঙ্কাও। এই ইভেন্টে প্রথম মহিলা হিসেবে ভারতকে পদক দিলেন প্রীয়াঙ্কা। 43.38মিনিট সময় নিয়ে তিনি এই রেস ওয়াক শেষ করেন।

কমনওয়েলথ গেমসে তার এই কীর্তির পর, প্রীয়াঙ্কাকে ট্যুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমনওয়েলথ গেমসে একই দিনে ভারতকে তিনটি সোনার পদক এনে দিলেন ভারতের কুস্তিগিররা। সঙ্গে এল একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদকও। সবই এল কুস্তি থেকে, কয়েক মিনিটের ব্যবধানে। 62 কেজি বিভাগে দেশকে সোনার পদক এনে দেন সাক্ষি মালিক। 62কেজি বিভাগে অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী হারান তার কানাডিয়ান প্রতিপক্ষ বনা গঞ্জালেজকে। পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে সোনার পদক জেতেন সাক্ষী। কানাডার লাচলান ম্যাকনিলকে 65 কেজি বিভাগে হারিয়ে সোনার পদক জিতলেন ভারতের বজরং পুনিয়াও। কানাডার প্রতিদ্বন্দীর বিপক্ষে 28 বছর বয়সি বজরংকে সেভাবে ঘাম ঝড়াতেই হয়নি। অনেকটা অনুশীলনের ঢংয়েই প্রতিপক্ষকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দেন এই কুস্তিগির। সাক্ষী, বজরংয়ের পর দেশকে তৃতীয় সোনার পদক এনে দেন দীপক পুনিয়া। পুরুষদের 86 কেজি বিভাগে পাকিস্তানের প্রতিদ্বন্দী মহম্মদ ইমামকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দেন দীপক। 3-0 ফলে পাকিস্তানি প্রতিদ্বন্দীকে হারিয়ে দেশকে কুস্তিতে তৃতীয় সোনা এনে দেন দীপক পুনিয়া। এছাড়াও দেশকে রৌপ্য পদক দেন আনসু মালিক। ব্রোঞ্জ পদক পান ভারতের আরও দুই কুস্তিগির দিব্যা কাকরন এবং মোহিত গ্রেওয়াল।