Date : 2024-03-28

জলকন্যার জিব্রাল্টার জয়


জিব্রালটার প্রণালী পেরোলেন বাংলার মেয়ে তাহরিনা নাসরিন। উলুবেড়িয়ার মেয়ে তাহরিনা ছোট থেকেই সাঁতার কাটতে ভালোবাসতেন। তবে শুরুর পথটা খুব মসৃণ ছিল না তার কাছে। কিন্তু তার অদম্য জেদের কাছে হেরে যায় সমস্ত প্রতিকুলতা। রাজ্যের গন্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে সাফল্য পেতে শুরু করেন তাহরিনা। 2014 সালে 81 কিলোমিটার সন্তরণে তৃতীয় স্থান অর্জন করেন। এরপরই এক্কেবারে টার্গেট করে ফেলেন ইংলিশ চ্যানেল জয়। 2015 সালে 12 ঘন্টা 38 মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল পেড়োন উলুবেড়িয়ার নিমদিঘীর মেয়ে তাহরিনা।

বঙ্গ তনয়া বুলা চৌধুরিকে আদর্শ করেই 2015 সালে ইংলিশ চ্যানেল জয় করে ফেলেন উলুবেড়িয়ার জলকন্যা। চলতি মাসেই জিব্রাল্টার প্রণালীও জয় করলেন সাঁতারু তাহরিনা। সময় নিলেন 4 ঘন্টা 23 মিনিট। লড়াইটা কঠিন ছিল। কারণ জিব্রালটার সফরে বহু সামুদ্রিক জীবই তার প্রতিকুলতা হয়ে দাঁড়িয়েছে। আগে ভাগেই অবশ্য সে বিষয় অবগত ছিলেন তিনি। তাই সমস্ত রকম প্রতিকারও রপ্ত করে নিয়েছিলেন তিনি। মেয়ে তাহরিনার সঙ্গে সমস্ত সময়টায় পাশে ছিলেন বাবা আফসার আহমেদ। এত লড়াইয়ের পর কঠিন সফর পেরোনোয় স্বভাবতই খুশি তাহরিনা এবং তার পরিবারের সকলেই।