Date : 2024-04-20

তাঁর সংগ্রহশালা ভরে আছে বিখ্যাত ব্যক্তিত্বদের আবক্ষ মূর্তিতে

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- তার সীমিত পরিসরে বাসস্থান করছেন সারা পৃথিবীর সর্বকালের সেরা জ্ঞাণী গুণী ব্যক্তিরা। রয়েছেন পাশ্চাত্যের সক্রেটিস, শেক্সপীয়র থেকে শুরু করে প্রাচ্যের কবি, সাহিত্যিক, চলচিত্র জগতের ব্যক্তিত্বরাও।
ভারতের কোথাও শতাধিক বিশ্ববিখ্যাত ব্যক্তিদের একসঙ্গে দেখেছেন ? দেখতে পাবেন হাওড়ার বাসিন্দা শিল্পী উত্তম কুমার রায়ের তৈরি নিজ বাসগৃহের ছোট্ট সংগ্রহশালায় উঁকি মারলে। উত্তমবাবুর ছোট্টো ঘর যেটি সংগ্রহশালায় পরিণত হয়েছে। সেই সংগ্রহশালার চারিদিক দেওয়াল জুড়ে সাজানো তাঁর হাতে গড়া মাটির মূর্তি। থরে থরে সাজানো আবক্ষমূর্তি।

প্রায় ২৫০ টা মূর্তি আছে। তার মধ্যে ১৩০ টি আবক্ষ মূর্তি রয়েছে। জীবিত থেকে প্রয়াত সব বিখ্যাত ব্যক্তিত্ব, জাতীয় স্তরের মনীষী, দেশনেতা, অভিনেতা সহ বিভিন্ন স্মরনীয়দের নিয়ে নজরকাড়া মূর্তির সম্ভার। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীঅরবিন্দ, মহাত্মা গান্ধী, সক্রেটিস, অ্যারিস্টটল, আলেকজান্ডার, আইনস্টাইন, শেক্সপীয়র, লেডি ডায়না, নেলসন ম্যান্ডেলা, হিটলার সহ অনেকে।

শুধু এখানে থেমে থাকেননি তিনি। গড়েছেন উত্তম-সুচিত্রা, রাজকাপুর, শর্মিলা ঠাকুর, অমিতাম বচ্চন, শিলভেস্টর স্ট্যালিন, আরনল্ড। বাদ পড়েননি জ্যোতিবসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তিও। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে ভাস্কর্য শিল্পী উত্তম কুমারবাবুর।

ছোটবেলা থেকে মাটি নিয়ে খেলতে ভালোবাসতেন তিনি। খেলাধূলা মানেই তাঁর কাছে মাটিই ছিল সব। খেলার ছলে মাটি দিয়ে ছোট ছোট মূর্তি গড়তে গড়তে আজ ভাস্কর্য শিল্পী হয়ে উঠেছেন। রাষ্ট্রীয় উদ্যোগে বহু প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন উত্তমকুমারবাবু। বিভিন্নভাবে সম্মানিতও হয়েছোন তিনি। তাঁর স্বপ্ন একটা বাস্ট মিউজিয়াম গড়ার। বাকি আছে অনেক পথ। তাঁর শিল্পকর্ম দিয়ে ভারতবর্ষের দরবারে তাক লাগিয়ে দিতে চান উত্তমবাবু। মিউজিয়াম গড়ার স্বপ্নের পাশাপাশি তাঁর কাজ দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পৌঁছে যেতে চান তিনি। শিল্পের প্রতি গভীর অনুরাগই তাঁর লক্ষ্যে তাঁকে পৌঁছে দেবে বলে বিশ্বাস করেন উত্তমবাবু।